প্রেমিকের সঙ্গে ববির অডিও ফাঁস, যা বলছেন নায়িকা?
ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি বেশ কিছুদিন ধরেই বড় পর্দা থেকে দূরে। কাজ কম হলেও নেটদুনিয়ায় ঠিকই সরব তিনি। এর মধ্যেই ব্যক্তিজীবন নিয়ে শুরু হয়েছে নতুন ঝড়।
প্রযোজক–পরিচালক সাকিব সনেটের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নাকি শেষ। সেই খবরে যখন তোলপাড়, তখনই হঠাৎ ফেসবুকে ভেসে ওঠে আরেক অডিও— যেখানে শোনা যায় ব্যবসায়ী ও প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে ববির ব্যক্তিগত কথোপকথন।
আর এই অডিওতেই ইঙ্গিত মিলেছে— সনেটের পর বাশারের সঙ্গে নাকি ববির প্রেমের পাতায় ছিল নতুন অধ্যায়। কথাবার্তায় যেমন ভালোবাসার স্বীকারোক্তি, তেমনই আছে অভিমান–অভিযোগও।
সেই কথোপকথন ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু জোর আলোচনা।কে ফাঁস করল? কেন এখন?— চারদিকে প্রশ্নের ঝড়।
ববি অবশ্য পুরো ঘটনাই ষড়যন্ত্র বলে উড়িয়ে দিলেন। তাঁর ভাষায়, ‘কথাগুলো দুই তিন বছর আগের। বিভিন্ন সময়ের অডিও জোড়াতালি দিয়ে বানানো হয়েছে। একটির সঙ্গে আরেকটির মিল নেই। অহেতুক ঝামেলা তৈরি করার জন্যই কেউ এমন কাজ করেছে।’
অর্থাৎ সম্পর্কের প্রসঙ্গে মুখ বন্ধ রাখলেও অডিওকাণ্ডে স্পষ্ট প্রতিবাদ জানালেন নায়িকা।
প্রেম ভাঙা, নতুন প্রেমের গুঞ্জন, আবার অডিও ফাঁস— সব মিলিয়ে ববিকে ঘিরে শোবিজে এখন উত্তাপ টের পাওয়া যাচ্ছে বেশ ভালোই।

বিনোদন ডেস্ক