‘মিস ইউনিভার্স’ মঞ্চে লাল–সবুজের স্বপ্ন নিয়ে থাইল্যান্ডে মিথিলা
‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যান্ডে পৌঁছেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২৫’ খেতাবজয়ী মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সম্প্রতি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক।
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে থাইল্যান্ডে শুরু হবে বিশ্বের বিভিন্ন দেশের সৌন্দর্যদেবীদের নিয়ে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা। ধাপে ধাপে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়েই ডিসেম্বর মাসে জানা যাবে—কে হচ্ছেন এবারের শীর্ষ মুকুটধারী।
বিমানবন্দরে মিথিলাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। কারও হাতে ছিল বাংলাদেশের পতাকা, কারও হাতে ফুল, আবার কেউ তুলে ধরেছিলেন মিথিলার ছবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার।
এবারের আসরে বাংলাদেশ থেকে লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন মিথিলা। ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ৭৪তম মিস ইউনিভার্স চূড়ান্ত পর্ব। তার আগে প্রতিটি প্রতিযোগীকে অংশ নিতে হবে নানা রাউন্ডে। প্রতিটি ধাপেই নিজের দক্ষতা প্রমাণ করলেই মিলবে মূল মঞ্চে জায়গা করে নেওয়ার সুযোগ।

বিনোদন ডেস্ক