সম্পর্ক দুই মিনিটে তৈরি হওয়া নুডলসের মতো নয় : কোয়েল
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং 'টলি-কুইন' কোয়েল মল্লিক তার কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের ইতিবাচক দিকগুলির জন্য বরাবরই অনুরাগীদের চর্চায় থাকেন। যদিও তিনি সাধারণত প্রেম বা ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলেন না, এবার তিনি নতুন প্রজন্মের ভক্তদের জন্য নিয়ে এলেন বিশেষ ডেটিং টিপস। সঙ্গীত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা সম্পর্কের গভীরতা নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা মন জয় করে নিয়েছে সকলের।
কোয়েল মল্লিক বর্তমান প্রজন্মের অস্থির সম্পর্কের ধারণা প্রসঙ্গে বলেন, "সম্পর্ক দু'মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডুলসের মতো নয়।" তিনি মনে করিয়ে দেন যে, একটি সম্পর্ক মানেই শুধু সুন্দর, খুশি বা 'হ্যাপেনিং' মুহূর্ত নয়, বরং এটি একটি 'কথা দেওয়া' বা 'কমিটমেন্ট'। তাঁর মতে, সেই প্রতিশ্রুতির মধ্যে পবিত্রতা এবং লয়াল্টি (আনুগত্য) থাকা অত্যন্ত জরুরি। তাই সামান্য খারাপ লাগা বা একঘেয়েমি এলেই জামা-কাপড় বদলানোর মতো সম্পর্ক বদলে ফেলা উচিত নয় বলেই মনে করেন তিনি। নায়িকা আরও বলেন, তিনি হয়তো কিছুটা পুরানোপন্থি, কিন্তু তিনি সেইভাবেই ভালোবাসতে ভালোবাসেন।
নায়িকার এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। অনেকে তাঁকে সমর্থন করে লিখেছেন, "একদম সঠিক কথা।" আবার কেউ কেউ মন্তব্য করেছেন, "অনেক কারণেই তুমি টলি-কুইন।" প্রসঙ্গত, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। এই দম্পতির দুই সন্তান ছেলে কবীর (জন্ম ২০২০) এবং মেয়ে কাব্য (জন্ম ২০২৪)। সফল কেরিয়ারের পাশাপাশি সংসার জীবনেও কোয়েলের এই গভীর মূল্যবোধের প্রতিফলন দেখা যায়।

বিনোদন ডেস্ক