ফের বিয়ের পিঁড়িতে সামান্থা, পাত্র সেই পরিচালক
ক্যাপশনে লেখা ছিল শুধু একটি তারিখ— ‘১.১২.২০২৫’। সঙ্গে একটি ছবি। মন্দিরের সিঁড়ি দিয়ে বরের হাত ধরে বেরিয়ে আসছেন দক্ষিণ ভারতের আলোচিত মুখ সামান্থা রুথ প্রভু। লাল বেনারসি, হাতে গাঢ় মেহেন্দি আর মুখভরা হাসি। পাশে সাদা পাঞ্জাবি–পায়জামায় দাঁড়িয়ে রাজ নিদিমোরু।
সোমবার দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করে বিয়ের গুঞ্জনে ইতি টানলেন সামান্থা। সকাল থেকেই শোনা যাচ্ছিল, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ইশা যোগ কেন্দ্রের লিং ভৈরবী মন্দিরে নাকি আয়োজন চলছে। ঘনিষ্ঠ সূত্র দাবি করেছিল, মাত্র ৩০ জন অতিথির উপস্থিতিতেই সম্পন্ন হবে সব রীতি।
সামান্থা ও রাজের সম্পর্ক শুরু হয়েছিল কাজের সূত্রেই— ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ এবং ‘সিটাডেল: হানি’-র সেটে। এরপর আমেরিকা সফর থেকে শুরু করে তিরুপতি দর্শন— বারবারই ইঙ্গিত মিলেছিল, সম্পর্কটি আনুষ্ঠানিক পরিণতির পথে।
এই বিয়েকে ঘিরে রয়েছে এক অদ্ভুত সমাপতনও। ২০২১ সালে চার বছরের সংসার ভেঙে আলাদা হন সামান্থা ও নাগা চৈতন্য। সেই চৈতন্য ২০২৪ সালের ডিসেম্বরেই শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন। অন্যদিকে রাজ নিদিমোরুও ২০২২ সালে স্ত্রী শ্যামলি দে-র সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন।
সব অতীতকে পেছনে ফেলে ২০২৫-এর ডিসেম্বরের প্রথম দিনেই এক হলেন সামান্থা ও রাজ। বিচ্ছেদের চার বছর পর নতুনভাবে শুরু করা এই পথচলায় শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের অনুসারীরা।

বিনোদন ডেস্ক