ওসমান হাদিকে ‘শহীদ বীর’ আখ্যা দিয়ে কী বার্তা দিলেন অভিনেত্রী চমক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে নড়ে ওঠেছে গোটা দেশে। সারাদেশে শোকের ছায়া নেমেছে। তারই ছাপ পড়েছে শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে। আর ওসমান হাদির মৃত্যুতে তাকে বীর বলে আখ্যায়িত করেছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজেরে ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে অভিনেত্রী চমক লেখেন, ‘শহিদ বীর শরিফ ওসমান হাদি, নামটি মনে রেখো বাংলাদেশ।’
এর কিছুক্ষণ পরই আরও একটি স্ট্যাটাস দেন এ অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘সে কোনো এমপি-মন্ত্রী ছিল না, কারও হক আত্মসাৎ করেনি, সাধারণ মানুষের ওপর অন্যায় করেনি। তবুও-সামান্য কথার দায়ে একটা জীবন এভাবে শেষ হতে পারে? যে বাকস্বাধীনতার জন্য এত আন্দোলন, এত স্লোগান, আজ সেই স্বাধীনতা কোথায় দাঁড়িয়ে।’
এ ছাড়াও কয়েকটি প্রশ্ন রেখে তিনি আরও লিখেছেন, ‘ভিন্নমত মানেই কী শাস্তি? প্রশ্ন করাই কী অপরাধ? আজ হাদি, কাল কে? এই প্রশ্নটা এখনই নিজেদের ভেতরে ফিরে তাকিয়ে করার সময়। আমি হাদিকে কোনোদিন সামনাসামনি দেখিনি। ওনার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আমি যুক্ত নই। তবুও আজ মনটা কেমন ছটফট করছে, একটা গভীর অস্বস্তি।’
এর আগে ওসমান হাদিকে গুলির ঘটনায় তার সুস্থতা কামনা ও ঘটনার নিন্দা জানিয়ে পোস্ট দেয়ায় হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছিলেন অভিনেত্রী চমক।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির। তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে জানানো হয় এ তথ্য। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি।

বিনোদন ডেস্ক