সিনেমা হলে আজ ‘সুলতানার স্বপ্ন’ ও ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’
আজ একসঙ্গে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল দুটি আলোচিত সিনেমা—বেগম রোকেয়ার শতবর্ষ পেরোনো গল্প থেকে নির্মিত অ্যানিমেটেড কাজ ‘সুলতানার স্বপ্ন’ এবং আহমেদ হাসান সানির প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্মাণ ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’।
দীর্ঘ আড়াই বছর আগে নির্মাণ শেষ হওয়া অ্যানিমেটেড সিনেমা ‘সুলতানার স্বপ্ন’ আজ থেকে দর্শকের সামনে হাজির হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় সিনেমাটি দেখা যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন মোট ১৮টি প্রদর্শনী চলবে।
বেগম রোকেয়া হোসেনের বিখ্যাত গল্প ‘সুলতানার স্বপ্ন’ প্রথম প্রকাশিত হয় ১৯০৫ সালে। পরে লেখিকা নিজেই এটি বাংলায় অনুবাদ করেন। এক শতাব্দীরও বেশি সময় পর গল্পটির একটি কপি নজরে আসে স্প্যানিশ নির্মাতা ইসাবেল এর্গেরারের। তখন থেকেই তাঁর মনে গড়ে ওঠে এই গল্পকে অ্যানিমেটেড রূপ দেওয়ার ভাবনা।
সিনেমার গল্পে দেখা যায়, ভারতের আহমেদাবাদের একটি গ্রন্থাগারে তরুণ শিল্পী ইনেসের হাতে আসে বেগম রোকেয়ার লেখা গল্প। সেখানে এমন এক সমাজের কথা উঠে আসে, যেখানে নারীরাই রাষ্ট্র পরিচালনা করে, জ্ঞানচর্চা করে, আর পুরুষরা থাকে গৃহবন্দী। গল্পে আকৃষ্ট হয়ে ইনেস লেডিল্যান্ডের খোঁজে ভারতের নানা জায়গায় ঘুরে বেড়ান এবং বেগম রোকেয়ার জীবন ও চিন্তার সূত্র অনুসরণ করেন।
২০২৩ সালের সেপ্টেম্বরে স্পেনের একটি আন্তর্জাতিক উৎসবে এই সিনেমার প্রথম প্রদর্শনী হয়। পরে ইউরোপের বিভিন্ন দেশে প্রদর্শিত হয় অ্যানিমেটেড কাজটি। বহুভাষিক এই সিনেমায় বাংলাসহ একাধিক ভাষার ব্যবহার রয়েছে। এতে কলকাতার সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের লেখা গান যুক্ত হয়েছে, সংগীতায়োজন করেছেন তাজদির জুনায়েদ এবং কণ্ঠ দিয়েছেন দীপান্বিতা আচার্য। স্পেন ও জার্মানির একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে।
একই দিনে মুক্তি পেয়েছে আহমেদ হাসান সানির প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। সংগীতজগৎ থেকে নির্মাণে আসা সানি এর আগে একাধিক জনপ্রিয় গান প্রকাশ করেছেন। তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাজও আন্তর্জাতিক উৎসবে নির্বাচিত হয়েছিল।
সিনেমার নামের ব্যাখ্যা দিতে গিয়ে নির্মাতা জানান, সমাজে রাজনৈতিক আলোচনা ধীরে ধীরে নিষিদ্ধ বিষয়ের মতো হয়ে উঠেছে। সেই নীরবতা ভাঙতেই এমন নাম বেছে নেওয়া হয়েছে। গল্পের ভেতর দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাস নিয়ে আলাপের জায়গা তৈরি করার চেষ্টা করা হয়েছে।
এই সিনেমায় প্রবাসী বাংলাদেশি নূর চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। তাঁর সঙ্গে আছেন আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, এ কে আজাদ সেতু ও কেয়া আলম। সিনেমার গল্প, চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন খালিদ মাহমুদ।
নির্মাতা জানান, আজ বিকেলে বসুন্ধরা শপিং মল শাখায় আমন্ত্রিত অতিথিদের নিয়ে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ঢাকা ও চট্টগ্রামের পাঁচটি শাখায় প্রতিদিন মোট ১৪টি প্রদর্শনী চলবে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’।
এ ছাড়া সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘রুহের কাফেলা’ নির্মাণের প্রস্তুতিও নিচ্ছেন আহমেদ হাসান সানি। শিগগিরই এই সিনেমার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

বিনোদন ডেস্ক