কিডনিতে পাথর হলে কী কী উপসর্গ দেখে বুঝবেন
অনেকেই কিডনিতে নানা ধরনের রোগে ভুগছেন। কিডনিতে পাথর হয় অনেকের। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব কিডনিতে পাথর হলে কী কী উপসর্গ দেখে বোঝা যায়।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ বিষয়ে কথা বলেছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আফজার উদ্দীন শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
কিডনি স্টোন যখন ফর্ম করে, বেশ কিছু উপসর্গ হয়তো অনেক সময় থাকে। এমনও কি হতে পারে যে অ্যাসিমটোমেটিকভাবে আপনাদের কাছে পরবর্তীতে এসেছে বা অ্যাসিমটোমেটিকভাবে বাসায় তাঁরা রয়েছেন; এ রকম হয় কি না বা উপসর্গ যদি হয়, সেগুলো কী হতে পারে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. আফজার উদ্দীন শেখ বলেন, অধিকাংশ রোগীই কিন্তু অ্যাসিমটোমেটিক থাকে। এটা ঠিকই বলেছেন। দেখা যায় যে তাদের অন্য কোনও ব্যথা হয়েছে বা একটা রুটিং স্ক্রিনিং আলট্রাসনোগ্রাম করতে গিয়ে তাদের পাথর ধরা পড়ল। অ্যাকচুয়ালি কিডনিতে ছোট পাথর হলে অনেক সময় কোনও সিম্পটম থাকে না। তারা হয়তো একটা এক্সরে করেছে অথবা এটা আলট্রাসনোগ্রাম করতে গিয়ে ধরা পড়েছে।
অধ্যাপক ডা. আফজার উদ্দীন শেখ বলেন, অনেকের লক্ষণ থাকে। লক্ষণ হতে পারে পেটে ব্যথা, পেটে বলতে উপরের পেটে বা পিঠে ব্যথা; পেছনের দিকে ব্যথা হয়, যেখানে কিডনিটা থাকে। অনেক সময় প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। এ রক্ত যাওয়া অনেক সময় খালি চোখে দেখা যায়। অনেক সময় দেখা যায় না। মাইক্রোস্কোপে বা ইউরিন যখন রুটিন টেস্ট করি, তখন ধরা পড়ে। এটাকে মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া বলে। অনেক সময় পাথর প্রস্রাবের নালির মধ্যে আটকে গিয়ে ইনফেকশন হয়, কিডনি ব্লক করে দেয়। অনেকে বুঝতেই পারে না, পাথর বড় হতে হতে কিডনিটাই পাথর হয়ে যায়। এগুলোকে আমরা স্ট্যাগহর্ন ক্যালকুলাস বলি। যাদের এ রকম হয়, তাদের কিডনি ড্যামেজ হতে পারে। পাথর যত বড় হয়, কিডনি তত ড্যামেজ হয়। অনেক পেশেন্ট কিডনি ফেইলিউর নিয়ে আসে।
কিডনিতে পাথর নির্ণয়ে কী কী পরীক্ষা করা হয়, এ সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।