খুশকি নিয়ে চিন্তা আর নয়
শীতে খুশকির সমস্যায় কম-বেশি সবাই ভোগেন। কখনো কখনো তো খুশকি দূর করা অসাধ্যই হয়ে যায়।
খুশকি থেকে রেহাই পেতে পরামর্শ দিয়েছেন ডা. ফারিয়াল হক। বর্তমানে তিনি বনানী প্রেসক্রিপশন পয়েন্টে পরামর্শক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৪২তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : শীতে যাঁদের খুশকি হয়, তাঁরা কী করবেন?
উত্তর : খুশকি ব্রণের মতো ছোট বিষয়। তাই মানুষ এড়িয়ে যায়। বেড়ে গেলে এটি নিয়ে আসে। তখন আমরা স্ক্র্যাপিং করি। ফাঙাল ইনফেকশন থেকে হলে অ্যান্টি ফাঙাল ওষুধেই কাজ করে যাবে। আর যদি দেখা যায় এ ধরনের ওষুধ কাজ করছে না, তাহলে অন্য কিছু ভাবতে হবে। তখন একে সেবো সোরিয়াসিস বলি। সোরিয়াসিস মাথায় হলে সেবোসোরিয়াসিস বলি। এ ক্ষেত্রে কম থেকে বেশি মাত্রার স্টেরয়েড দিই রোগীদের। সঙ্গে বিশেষ কিছু শ্যাম্পু রয়েছে। এখন বাজারে কোল্টার শ্যাম্পু খুব জনপ্রিয়। এ শ্যাম্পু সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করলে দেখা যায় অনেক ভালো থাকছে।