জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে নানা উপায়

Looks like you've blocked notifications!

অনেক নারীই জরায়ুমুখের ক্যানসারে ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে ভ্যাকসিন ছাড়া জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধের উপায় সম্পর্কে জানব।

এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বলেছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হসপিটালে ক্যানসার বিভাগের সহকারী অধ্যাপক ডা. লুবনা মরিয়ম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।

জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে ভ্যাকসিন ছাড়াও আরও কিছু উপাদান রয়েছে। সেসব কী। সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. লুবনা মরিয়ম বলেন, প্রথম কথা বাল্যবিবাহ না। একদমই—এটা সরকার যেভাবে নিয়ম করে দিয়েছে—১৮ বছরের আগে কোনও বিয়ে না এবং ঘন ঘন বাচ্চা নেওয়া, এটাকেও অবশ্যই আমাদের মানতে হবে। দুইটার বেশি বাচ্চা আমরা রিকমেন্ড করছি না, একজন মেয়ের স্বাস্থ্যের ক্ষেত্রে এটা বড় ভূমিকা পালন করে।

ডা. লুবনা মরিয়ম যুক্ত করেন, হাইজিন মেইনটেইন করতে হবে। ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে। এ বিষয়গুলোর প্রতি আমরা জোর দিতে চাই এবং বহুগামিতা আরেকটা ভয়াবহ রূপ। সেটাকেও আমাদের মানতে হবে। আমাদের সমাজের সমস্ত স্তরে পুরুষ-নারী উভয়কেই সচেতন করতে হবে।

স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।