ভোগান্তি দূর করতে অনলাইনে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট : বিএসএমএমইউ উপাচার্য

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ। ছবি : এনটিভি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, প্রতিদিন দুই থেকে আড়াই হাজার রোগী স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএসএমএমইউ বিশ্ববিদ্যালয়ে আসেন। পরীক্ষার পর রিপোর্ট নিতে আসতে ভোগান্তিতে পড়তে হয়। এ ভোগান্তি দূর করার জন্য অনলাইনে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে এ অনলাইন সেবার উদ্বোধন করে বিএসএমএমইউ উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ এ কথা বলেন। 

উপাচার্য শারফুদ্দিন বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার যে উদ্যোগ, তারই খণ্ড খণ্ড অংশ এই অনলাইনে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রদান। প্রতিদিন প্রায় দুই থেকে আড়াই হাজার রোগী রক্ত পরীক্ষা জন্য এ বিশ্ববিদ্যালয়ে আসেন। তাদের ভোগান্তি দূর করার জন্য অনলাইনে রক্ত পরীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছে।’

অনুষ্ঠানে বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, পর্যায়ক্রমে সব বিভাগের স্বাস্থ্য পরীক্ষার জন্য ডিজিটাল ব্যবস্থা চালু হবে। শুধু বায়োকেমেস্ট্রি বিভাগে ডিজিটাল পদ্ধতিতে রিপোর্ট প্রদান করার কারণে দৈনিক ১৪ লাখ টাকা সাশ্রয় হবে রোগীদের। এ ছাড়া রোগীদের সময় বাঁচবে, কষ্টও কমবে।