যে ধরনের ডায়ালাইসিস বাংলাদেশে হয়
রক্ত পরিশোধন করার এক ধরনের চিকিৎসা পদ্ধতি হলো ডায়ালাইসিস। কিডনি অকার্যকর হয়ে গেলে এ পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করা হয়।
বাংলাদেশে ডায়ালাইসিসের বর্তমান অবস্থা কেমন, এ বিষয়ে আলোচনা করেছেন ডা. এম এ সামাদ। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে কিডনি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৩৯তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : বাংলাদেশে ডায়ালাইসিসের অবস্থা কী? কোন কোন ধরনের ডায়ালাইসিস প্রচলিত?
উত্তর : ডায়ালাইসিস কিন্তু শুরু হয়েছিল অনেক আগে থেকেই। ১৯৪৫ সাল থেকে। আস্তে আস্তে পদ্ধতিগতভাবে এর অনেক উন্নতি হয়েছে। বাংলাদেশে ডায়ালাইসিস সাধারণত দুভাবে করা হয়। মেশিন দিয়ে যেটি করা হয়, এটি হলো হেমো ডায়ালাইসিস। আরেকটি রয়েছে। পেটে আমরা ছোট ক্যাথেডার লাগিয়ে দিই। সিলিকন ক্যাথেডার। আগে আমরা লেপাটেটমি (ছোট অপারেশন) করে লাগিয়ে দিতাম। তবে এখন একটি পদ্ধতি রয়েছে, যেখানে কেবল একটি ফুটো লাগে। এতে পেট কাটারও দরকার পড়ে না। এর নাম হলো সিএপিডি। অথবা একে বলা হয় কন্টিনিউয়াস অ্যাম্বোলেটোরি পেরিটোরিয়াল ডায়ালাইসিস। এটি নিয়ে আমরা চলাফেরা করতে পারি, যেখানে খুশি কাজ করতে পারি। পেটের যে মেমব্রেন রয়েছে, একে ব্যবহার করে স্বাভাবিক কিডনির মতো কাজ করে দিচ্ছে। তো এর জন্য এটার নাম সিএপিডি।