শিশুরা ডেঙ্গু রোগে বেশি আক্রান্ত হয় কেন?
বৈশ্বিক করোনা মহামারির মধ্যে আমরা জীবন যাপন করছি। বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু। এর সঙ্গে বাংলাদেশে আরেকটি রোগ মাথাচাড়া দিয়ে উঠেছে এখন, সেটি হচ্ছে ডেঙ্গু।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে শিশুদের ডেঙ্গু রোগ ও তার চিকিৎসা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ডা. ইমনুল ইসলাম ইমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
ডেঙ্গু থেকে জ্বর হয়, আরও অনেক জটিলতা সৃষ্টি হয়। শিশুরা অনেক বেশি আক্রান্ত হচ্ছে। এটি কেন? উত্তরে ডা. ইমনুল ইসলাম ইমন বলেন, আমরা সবাই জানি, বর্ষাকালের এই সময়টা—আমরা বলি বছরের জুলাই থেকে আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ঘটে থাকে। এটা প্রতি বছরই আমরা দেখতে পাই। আর বর্তমান সময়ে করোনাকালে যে করোনা নিয়ে সবার ব্যতিব্যস্ততা আছে, এর মাঝেই এ রোগটির ব্যাপকতা ছড়িয়ে পড়েছে। আমরা যদি রোজকার পত্রপত্রিকার দিকে তাকাই, এ পর্যন্ত প্রায় আড়াই হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে... প্রতিদিনই গড়ে ১৫০ থেকে ২০০ রোগী এই রোগে আক্রান্ত হচ্ছে এবং এর মধ্যে একটি বড় অংশ শিশু। শিশুরা আমাদের জীবনের সংবেদনশীল মানুষ, যাদের রোগ হলে আমরা বেশি আতঙ্কিত হয়ে পড়ি। চিন্তিত হই। সুতরাং আমরা যদি একটু সচেতন না হই, সজাগ না হই, তাহলে এ রোগটা আমরা নির্মূল করতে ব্যর্থ হব। আর ব্যর্থ হলেই এ রোগের যে জটিলতাগুলো আছে, সেগুলো আমাদের সামনে চলে আসবে এবং এই রোগের মৃত্যুহারও বেশ ভয়াবহ, যদি সময়মতো চিকিৎসা না করা যায়।
ডেঙ্গু কী ধরনের রোগ, কী বাহিত রোগ এবং কীভাবে এটি হয়ে থাকে, এমন নানান প্রশ্নের উত্তর জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন।