শিশুর পায়খানার রাস্তায় রক্ত গেলে কী করণীয়

Looks like you've blocked notifications!

অনেক শিশুই কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত। অনেকের আবার পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে শিশুর পায়খানার রাস্তায় রক্ত গেলে করণীয় সম্পর্কে জানব।

এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে শিশুর পায়খানার রাস্তায় রক্ত গেলে করণীয় সম্পর্কে বিস্তারিত বলেছেন শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল আজিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।

কোষ্ঠকাঠিন্য পরবর্তী সময়ে অ্যানাল ফিশার থেকে রক্ত দেখা যেতে পারে পায়খানার রাস্তায়। কিংবা পায়খানার সাথে যে রক্ত যাওয়া, দুটি তো আলাদা। তো কোনটিতে কী ধরনের রক্ত যায় বা সে ক্ষেত্রে কী করণীয়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. আব্দুল আজিজ বলেন, অনেক কারণে পায়খানার রাস্তায় রক্ত যেতে পারে। যেমন অ্যানাল ফিশার হলে রক্ত যেতে পারে। কিছু কিছু ডিজিজ আছে, আমরা ব্লাড বর্ন ডিজিজ বলি। যেমন হেমোফিলিয়া, পারাফিলিয়া, সে কারণে হতে পারে। আরেকটা বিষয় আছে, রেক্টাল পলিপ বলি আমরা। গাছে যেমন আম বা লিচু ঝোলে, ঠিক পেটের নাড়ির ভেতর পায়খানার রাস্তার ওপরে মাংসের টুকরোর মতো পলিপ ঝোলে। এর সাথে রক্ত লাগানো থাকে। যখনই পায়খানা বের হয়ে আসে, তখনই পলিপের সাথে লাগে, দেখা যায় পায়খানার সাইড দিয়ে রক্ত লেগে আছে। এটা বাচ্চাদের খুব বেশি হয়।

ডা. আব্দুল আজিজ বলেন, আরও কিছু ডিজিজ আছে, আমরা মিকেলস ডাইভার্টিকুলাম বলি। অথবা অনেক সময় দেখা যায় যে, যদি খুব বেশি পরিমাণ গ্যাস্ট্রিক-আলসার থাকে, সে ক্ষেত্রে রক্ত আসে। সে ক্ষেত্রে সাধারণত পায়খানা কালো হয়। আর মিকেলস ডাইভার্টিকুলাম হলেও পায়খানা কালো হতে পারে, যদি খুব বেশি পরিমাণ রক্ত মিকেলস ডাইভার্টিকুলাম থেকে আসে, সে ক্ষেত্রে অনেক সময় ফ্রেশ ব্লাড আসতে পারে। অথবা অনেক সময় দেখা যায়, আমরা ইনটাসসাসপেশন বলি, নাড়ির একটা পোরশন আরেকটার মধ্যে ঢুকে যাওয়া; এ রকম কন্ডিশনে পায়খানার সাথে রক্ত যেতে পারে।

ডা. আব্দুল আজিজ যুক্ত করেন, পলিপ হলে সাধারণত পেইনলেস ব্লিডিং হয়। অ্যানাল ফিশারে যদি রক্ত যায়, সেটা পেইনফুল হবে। বাচ্চারা পায়খানা করতে চাইবে না, চেপে ধরে রাখবে। ব্যথা হবে। কিন্তু রেক্টাল পলিপের জন্য যে ব্লিডিং হয়, সেটায় ব্যথা হয় না। মা জিজ্ঞেস করলে বলে পায়খানার সাথে রক্ত যায়, কিন্তু ব্যথার কথা বলে না।

শিশুর পায়খানার সাথে রক্ত গেলে করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।