শীতে প্রবীণদের ত্বকের প্রধান সমস্যা কী?

Looks like you've blocked notifications!

শীতে তরুণদের তুলনায় প্রবীণদের ত্বক বেশি শুষ্ক থাকে। প্রবীণদের ত্বকে তেল কম বের হওয়ার কারণে এমনটা ঘটে।

শীতে প্রবীণদের ত্বকের সমস্যার বিষয়ে কথা বলেছেন ডা. আনজিরুন নাহার আসমা। বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজে চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬১৬তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।

প্রশ্ন : শীতে প্রবীণদের ত্বকে কী কী সমস্যা হয়?

উত্তর : জেরোটিক এক্সিমা বলে একটি বিষয় রয়েছে। এটি এক ধরনের এক্সিমা। এতে সারা শরীর চুলকাবে। এ ছাড়া তো দেখা যায় তারা হয়তো ডায়াবেটিসেরর রোগী, তারা কিডনির রোগী, হয়তো থাইরয়েডের রোগী—এসব কারণেও কিন্তু তাদের ত্বকটা একটু শুষ্ক থাকে। দীর্ঘদিন তারা ওষুধ খাচ্ছে, সেই কারণেও তাদের সমস্যা হচ্ছে। অন্যদের তুলনায় একটু বেশি শুষ্ক থাকে। তাই শীত আসার সঙ্গে সঙ্গে তাদের বিশেষ যত্নের প্রয়োজন। তাদের রোগ নিয়ন্ত্রণ করার বেশি প্রয়োজন হয়।