শীতে প্রবীণদের ত্বক বেশি শুষ্ক হয় কেন?
শীতে ত্বক শুষ্ক হয়ে পড়ে। তবে তরুণদের তুলনায় প্রবীণদের ত্বক বেশি শুষ্ক হয়। শীতে প্রবীণদের ত্বক বেশি শুষ্ক হয় কেন, এ বিষয়ে কথা বলেছেন ডা. আনজিরুন নাহার আসমা। বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজে চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬১৬তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : শীতে প্রধান সমস্যা হয় ত্বকে। শীতে প্রবীণদের ত্বকের যত্ন আমরা কীভাবে করতে পারি?
উত্তর : আমাদের দেশ আসলে পরিবর্তনশীল ঋতুর দেশ। শীতে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়। তরুণদের চেয়ে বয়স্কদের একটু বেশি হয়। আমাদের সাধারণত যে তেল নিঃসরণ হয়, এটি প্রবীণদের কম হয়। এ কারণে ত্বক শুষ্ক হয়ে যায়। শীতে আবহাওয়া থাকে শুষ্ক। শুষ্ক হলে অনেক সমস্যা হয়। যেমন, চুকলকানি হয়। এটি খুব বেশি হয়। এখান থেকে এক্সিমাও হয়ে যায়।
বয়স বাড়তে থাকলে ত্বক এমনিতেই শুষ্ক হয়ে যায়। শীতে আরো বেশি শুষ্ক হয়। এ জন্য প্রবীণ যারা রয়েছে, তাদের শীতে ত্বকের যত্ন একটু বেশি প্রয়োজন হয়।