অস্টিওআরথ্রাইটিসের লক্ষণ কী?

অস্টিওআরথ্রাইটিস হলো জয়েন্টের ক্ষয়রোগ। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৯৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. এ কে এম মহিউদ্দীন। বর্তমানে তিনি সিওর সেল মেডিকেলের অর্থোপেডিকস বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : অস্টিওআরথ্রাইটিস বলতে কী বোঝায়?
উত্তর : আমাদের যে জয়েন্ট (গাঁট) আছে, সেখানে যে এক ধরনের কার্টিলেজ (তরুণাস্থি) রয়েছে, এটা যদি ক্ষয় হয়ে যায়, তারপর হাঁটুতে যে অসুখ শুরু হয়, একে অস্টিওআরথ্রাইটিস বলি। অস্টিওআরথ্রাইটিস যে কোনো জায়গায় হতে পারে। বিশেষ করে সবচেয়ে বেশি হাঁটুতে বা কোমরের যে অস্থিসন্ধি আছে সেখানে, কিংবা আঙুলের মধ্যে কিংবা মেরুদণ্ডে সব জায়গায় হতে পারে।
প্রশ্ন : তাহলে কি দেহের প্রায় সব অস্থিসন্ধিতেই এটা হতে পারে?
উত্তর : যেসব অস্থিসন্ধি ওজন বহন করে, সেগুলোতে বেশি হয়।
প্রশ্ন : অস্টিওআরথ্রাইটিসের উপসর্গ কী?
উত্তর : কোনো রোগী যদি অস্টিওআরথ্রাইটিসে আক্রান্ত হয়, প্রথমে সে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়, জয়েন্টে ব্যথা হয়, কিংবা জয়েন্টের মধ্যে একধরনের আওয়াজ সে অনুভব করে। তার পা বা জয়েন্টটি শক্ত হয়ে যায়। জয়েন্ট নড়াচড়া করতে অসুবিধা হয়।