নাকে সাধারণত কী ধরনের সমস্যা হয়

নাকে অনেক ধরনের সমস্যা হতে পারে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৯৫তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মনিলাল আইচ লিটু। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : নাকে আপনারা সাধারণত কী ধরনের সমস্যা পেয়ে থাকেন।
উত্তর : আমরা সাধারণত যেটা পাই যে নাকের রাইনাইটিস। অর্থাৎ নাকে সংক্রমণ। নাকে অ্যালার্জি। এ ছাড়া নাকে বিভিন্ন ধরনের ডেভিয়েশন। নাক দিয়ে রক্ত পড়া, হাইপারট্রফি টারমিনেট। যাকে মানুষ বলে মাংস বৃদ্ধি বা পলিপ। এ ছাড়া নাকের আসল পলিপও হয়। এ ছাড়া নাকের বিভিন্ন ধরনের টিউমার হয়। সেগুলো আমরা পেয়ে থাকি। তবে বেশির ভাগ ক্ষেত্রে আমরা যেটি পাই সেটি হলো সাইনোসাইটিস। নাক দিয়ে রক্ত পড়া। আর নাকে অ্যালার্জি।
প্রশ্ন : নাক ডাকা রোগটি কতটা নাকের? কতটা নাকের বাইরে?
উত্তর : আসলে নাক ডাকে না। গলা ডাকে। আসলে এটা ফ্যারিংসে হয়। নেতিবাচক চাপগুলো কলাপস করে যায়। জিহ্বা উল্টে যায়। এ জন্য স্লিপ এপনিয়া বা নাক ডাকা যেটা সেটা হয়। স্নোরিং আর স্লিপ এপনিয়া কিন্তু এক জিনিস নয়। স্নোরিং মানে নাক ডাকা। ঘর ঘর শব্দ হয়। একে আমরা বলি স্নোরিং। কিন্তু স্লিপ এপনিয়া আমরা তখনই বলি যখন একটি ব্যক্তি, সাত ঘণ্টা ঘুমের মধ্যে অন্তত ৩০ বার ১০ সেকেন্ডের জন্য তার বাতাসের যে প্রবাহ এটি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এটা আসলেই ঝুঁকিপূর্ণ বিষয়।