পায়ে ব্লক হয়েছে, কীভাবে বুঝবেন?

পায়ের রক্তনালিতে চর্বি জমে ব্লকের তৈরি হয়। এ দেশের অনেক লোকই এ সমস্যায় ভুগে থাকেন। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৯৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. এস এম জি সাকলায়েন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাসকুলার সার্জারি বিভাগের বিশেষজ্ঞ ভাসকুলার সার্জন হিসেবে কর্মরত।
প্রশ্ন : হঠাৎ ব্লক হলে পায়ের কী অনুভূতি হবে, কেমন লাগবে এবং যদি ধীরে ধীরে হয় তাহলে কী অনুভূতি হবে?
উত্তর : বাংলাদেশে আসলে প্রচুর সংখ্যক লোক এ সমস্যায় ভোগেন এবং না জেনে ভুল চিকিৎসার শিকার হন। হয়তো স্বাভাবিকভাবেই মানুষ চলছিলেন, হঠাৎ করে তার পায়ে তীব্র ব্যথা হবে। উনি দেখবেন যে ওনার পায়ে এতটাই ব্যথা যে পা নাড়াতে কষ্ট হচ্ছে। একটি পর্যায়ে হাত দিলে দেখবেন পা ঠান্ডা হয়ে গেছে। কারো যদি পায়ে হঠাৎ তীব্র ব্যথা হয়, পা নাড়াতে কষ্ট হয়, একই সঙ্গে পা ঠান্ডা হয়ে যায় এবং তিনি যদি সামান্যতম সচেতন হয়ে পালসটি দেখতে পারেন, যদি পালস সেখানে পাওয়া না যায়, তবে নিশ্চিতভাবে তিনি পায়ের ব্লকজনিত সমস্যায় ভুগছেন।
পায়ের ব্যথা হলে কেউ যায় নিউরোমেডিসিনের কাছে, কেউ যায় ফিজিওথেরাপির কাছে। দেখা যায় এমআরআই করছে, তবে পায়ে যে পালস নেই, এই অনুভূতিটা অনেকের মধ্যে থাকে না। তাই দেখা যায় তিনি এমআরআই করছেন, এক্স-রে করছেন, কিছুই ধরা পড়ছে না। অথচ এর জন্য তিনটি আঙুলই যথেষ্ট। একজন মেডিকেল শিক্ষার্থীও এই পালস দেখতে পারেন। তাই যদি তার পালস না থাকে তীব্র ব্যথা হয়, পা ঠান্ডা হয়, বুঝতে হবে তার হঠাৎ করে পায়ের রক্তনালিতে কোনো না কোনো কারণে ব্লক হয়ে গেছে। তার হাতে সময় আছে মাত্র ৮ থেকে ১০ ঘণ্টা। এর মধ্যে তিনি যদি চিকিৎসা না নেন, তার পা হারানোর ঝুঁকি থাকবে।