চোখ ঠিক আছে তো?

চোখে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এগুলো থেকে চোখকে সুরক্ষিত রাখতে সমস্যাগুলো জানা জরুরি। চোখের বিভিন্ন সমস্যা নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৯৯তম পর্বে কথা বলেছেন ডা. মো. মাহবুব রহমান শাহীন। বর্তমানে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেলের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাধারণত চোখের কোন কোন রোগ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে?
উত্তর : চোখের প্রধান কাজ হলো দেখা। চোখে যখন মানুষ কম দেখে, তখনই মূলত আমাদের কাছে আসে। এ ছাড়া বেশ কিছু প্রচলিত সমস্যা নিয়ে আসে। যেমন চোখ ওঠা বা কনজেংটিভাইটিস। গ্রাম এলাকা থেকে কর্নিয়াল আলসার নিয়ে আসে। এরপর প্রাপ্তবয়স্করা ছানির কারণে আসে। এ ছাড়া ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীও আমাদের দেশে ইদানীং বাড়ছে। এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে চোখেও কিছু সমস্যা হয়। এগুলো নিয়ে আসে।
অনেক শিশু যারা স্কুলে পড়ে, দেখা যায় যে তার একটি চোখে সে দেখে না। এটি কিন্তু বাচ্চারা অনেক সময় বুঝতে পারে না। আমরা যখন চোখের পরীক্ষা করি তখন দেখা যায় যে এক চোখে কম দেখে। এর কারণ হলো রিফ্লেকটিভ ইরোর। একে আমরা বলি এম্বোলয়পিয়া। এক চোখে স্বাভাবিক দৃষ্টি আছে। আরেক চোখে কম। একে যদি ঠিক করা না হয়, তাহলে তার রেটিনার যে দৃষ্টি তৈরি হয় না এবং সারা জীবন সেভাবে থাকতে হয়।