ডায়াবেটিসে চোখের সমস্যা, কী করবেন?

ডায়াবেটিস রোগ থেকে অনেক সময় চোখের রেটিনায় সমস্যা দেখা দেয়। একে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৯৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. মাহবুব রহমান শাহীন। বর্তমানে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেলের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে কী পরামর্শ থাকবে?
উত্তর : ডায়াবেটিক রেটিনোপ্যাথি যাদের হওয়ার কথা, সেটা হবেই। ১০ বছর বা ১৫ বছর পরে। এটা থেকে বাঁচার উপায় হলো নিয়মিত চেকআপ করা এবং ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখা। শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে হবে না; রক্তচাপ, লিপিড প্রোফাইল এগুলো যদি তার নিয়ন্ত্রণে থাকে, পাশাপাশি পরিমিত আহার, ব্যায়াম এবং নিয়ম মেনে চলে, তাহলে প্রকোপটা কমে যায়। ডায়াবেটিক রেটিনোপ্যাথির বিভিন্ন পর্যায় আছে। যখন একজন রেটিনা বিশেষজ্ঞ বলবেন যে আপনাকে এই প্রতিরোধ করা দরকার, এই ইনজেকশন নেওয়া দরকার বা লেজার করা দরকার—এগুলো যদি ঠিকমতো করে যান, তাহলে অন্ধ হওয়ার ভয় থাকে না। তবে অনেক সময় রোগী অসচেতন থাকে, আমাদের কাছে আসে যখন চোখের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তখন। এসে হয়তো বলে যা টাকা লাগে দেবো, চোখ ঠিক করে দেন। এতে তো হয় না। সমস্যা তো আগেই হয়ে গেছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। শুরুর দিকে চিকিৎসা করিয়ে নিতে হবে।