মস্তিষ্কের টিউমারের চিকিৎসা দেরিতে করলে ঝুঁকি কী?

মস্তিষ্কের টিউমার দুই ধরনের হয়—বিনাইন ও ম্যালিগনেন্ট। সঠিক সময়ে চিকিৎসা না করা হলে দুটো ক্ষেত্রেই ঝুঁকি হতে পারে।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬০২তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. জিল্লুর রহমান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : সঠিক সময়ে চিকিৎসকের কাছে যাওয়া না হলে বিনাইন টিউমার কি ক্ষতি করতে পারে?
উত্তর : হ্যাঁ, অবশ্যই। কারণ, এটি যদি করতে দেরি হয়, তাহলে মস্তিষ্কের টিউমারে মস্তিষ্কে চাপ পড়ে। এটি হলে দেখা যায় যে সাধারণত অঙ্গহানি হয়। দৃষ্টিশক্তি কমে যায়। অনেকে অন্ধ হয়ে যায়। ওই জন্য যদি অন্ধ হয়ে যায়, টিউমারটি হয়তো অস্ত্রোপচার করা যায়, কিন্তু রোগীর অন্ধত্ব দূর হয় না। এই সঠিক সময়ে চিকিৎসা করা উচিত, যাতে রোগীর ক্ষতি যেন না হয়। ক্ষতি না হলে রোগীর ১০০ ভাগ নিরাময় হয়ে যায় বিনাইন টিউমারে। আর মেলিগনেন্টের ক্ষেত্রেও রোগ অল্প থাকতে চিকিৎসা না নিলে ঝুঁকি বাড়ে।