স্টেম সেলের চিকিৎসা কখন করতে হয়?

স্টেম সেল দিয়ে হাঁটু ও অস্থিসন্ধির বিভিন্ন চিকিৎসা করা হয়। অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা এর মধ্যে অন্যতম। তবে কোন পর্যায়ে এটি করা হয়?
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬০৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. এ কে এম মহিউদ্দিন। বর্তমানে তিনি শিওর সেল মেডিকেলের অর্থোপেডিক্স বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোন কোন রোগীর ক্ষেত্রে স্টেম সেল দিয়ে চিকিৎসা করা যায়?
উত্তর : স্টেম সেল মূলত অস্টিওআর্থ্রাইটিসের অগ্রবর্তী পর্যায়ে নিতে হয়। যে ক্ষেত্রে হাঁটুর রিপ্লেস করতে হবে, সে ক্ষেত্রে নিতে হবে কিংবা যিনি প্রচলিত ধাপের সবগুলো পদ্ধতি ব্যবহার করার পরও উপকার পাচ্ছেন না, সে ক্ষেত্রে আমরা স্টেম সেল ব্যবহার করে থাকি। এ ছাড়া যদি কোনো লিগামেন্ট কিংবা পেশি ছিঁড়ে যায় বা বড় ধরনের আঘাত হয়, সে ক্ষেত্রেও আমরা স্টেম সেল ব্যবহার করে থাকি।
প্রশ্ন : একজন রোগী আপনাদের কাছে এলে কোন ধাপে গিয়ে স্টেম সেলের চিকিৎসা করেন?
উত্তর : প্রথমত রোগী যদি আমাদের কাছে প্রাথমিক অবস্থায় আসে, আমরা স্টেম সেল ব্যবহার করি না। যদি অগ্রবর্তী পর্যায়ে আসে বা অনেক পরিমাণ আঘাত থাকে, সে ক্ষেত্রে আমরা স্টেম সেল ব্যবহার করে থাকি।