জয়েন্ট প্রতিস্থাপন সার্জারি কী?
রিপ্লেসমেন্ট সার্জারি ইন অর্থোপেডিক বা জয়েন্টের প্রতিস্থাপন সার্জারি এক ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতি। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬০৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মনোয়ারুল ইসলাম। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল অর্থোপেডিক্স সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : রিপ্লেসমেন্ট সার্জারি ইন অর্থোপেডিক বলতে আমরা কী বুঝি?
উত্তর : রিপ্লেসমেন্ট সার্জারি বলতে বোঝা যায় জয়েন্টকে (গাঁট) বদলে দেওয়া। আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক জয়েন্টের ক্ষয় হয়। ওই জয়েন্টকে নিয়ে ওই মানুষ আর স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। এটা খুব ব্যথাদায়ক জীবন হয়। সীমাবদ্ধ জীবন হয়। এর জন্য দুটো জয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। একটি হলো পৃষ্ঠদেশের জয়েন্ট, আরেকটি হলো হাঁটুর জয়েন্ট। এ দুটো জয়েন্টের ওপর আমরা হাঁটি, চলাফেরা করি। এই দুটো যদি ব্যথাদায়ক হয়, ওই মানুষ আর হাঁটতে পারে না। তখন আমরা তাঁকে আরাম দেওয়ার জন্য ওই জয়েন্টকে রিপ্লেস (প্রতিস্থাপন ) করে দিই।
প্রশ্ন : রোগীর কখন এই সার্জারি প্রয়োজন, সেটা কীভাবে নির্ধারণ করেন?
উত্তর : আমাদের জয়েন্টের যে ক্ষয়রোগ, এর তো একটি পর্যায় আছে। পর্যায়-১, পর্যায়-২, পর্যায়-৩। পর্যায়-৪-এ দুটো জয়েন্টই একদম ক্ষতিগ্রস্ত হয়। ওখানে আর কখনোই স্বাভাবিক নড়াচড়া করা যায় না। তখন একে আমরা প্রতিস্থাপন করি। পৃষ্ঠদেশ ও হাঁটুরও করি।