জরায়ুমুখ ক্যানসার : সচেতনতা জরুরি
চলছে জরায়ুমুখ সচেতনতা মাস। এই মাসকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬১৪তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. হুমায়রা আলম। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের অবসট্রেটিকস এবং গাইনি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : জরায়ুমুখের সচেতনতা বাড়াতে এ মাসে কী কী ধরনের কর্মসূচি আছে আপনাদের?
উত্তর : আমাদের সচেতনতা তো অনেক আগেই শুরু হয়েছে। জেলা পর্যায় পর্যন্ত ভায়া পরীক্ষা ফ্রি করা হয়। ওখান থেকে রোগী ক্রমান্বয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসে। এখান থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা গিয়ে বিভাগ পর্যায়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসে।
প্রশ্ন : এ ধরনের সমস্যা যে পুষে রাখা যাবে না, এ ধরনের সমস্যা প্রতিরোধ করতে পারছেন কতটুকু?
উত্তর : এখানে মাঠকর্মীদের অনেক বড় ভূমিকা আছে। তারা সচেতনতা তৈরি করতে পারে। শুধু অসুবিধা হলেই যে রোগী আসবে সেটি নয়, যেকোনো নারীর সবারই এ পরীক্ষা করা উচিত। সমস্যা ছাড়াও এটি করা যায়। আর পরীক্ষা করলে যে কারো সমস্যা ধরা পড়বে, সেটি নয়।