অস্টিওআরথ্রাইটিসে সার্জারি কখন করা হয়?
সাধারণত খুব অগ্রবর্তী পর্যায়ে না গেলে অস্টিওআরথ্রাইটিসের জন্য সার্জারি করা হয় না। তবে খুব খারাপ অবস্থায় হলে এই সমস্যা হতে পারে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬২৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মিজানুর রহমান কল্লোল। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অর্থোপেডিক্স ও ট্রমাটোলোজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সার্জারির কি কোনো দরকার আছে?
উত্তর : সার্জারির বিষয়টি অনেক পরে। এর আগেই আসলে অস্টিওআরথ্রাইটিসের রোগী ভালো হয়ে যায়। যখন হাঁটু প্রতিস্থাপনের প্রয়োজন হয়, তখন সার্জিক্যাল পদ্ধতির প্রয়োজন পড়ে। তবে এটা অনেক পরের পর্যায়। এর আগেই ভালো হয়ে যায়।
স্টেরয়েড আমরা ঘন ঘন দেই না। এটা একটাই দিয়ে দেই আমরা, যখন কষ্ট হয়। ধরুন এমন যে হাঁটু ভাজ করতে পারছে না, নামাজ পড়তে পারছে না। তাদের ক্ষেত্রে আমরা এই ইনজেকশন দিয়ে দেই।
প্রশ্ন : কখন সার্জারির প্রয়োজন হয়? সেটি কতটুকু ফলপ্রসূ?
উত্তর : আমরা কাদের সার্জারি করি? যারা হয়তো খেলোয়াড়, তাদের করতেই হবে। চিকিৎসার জন্য তাদের তো বসে থাকলে হবে না। তাৎক্ষণিক তাদের ভালো হতে হবে।
তাদের ক্ষেত্রে আমরা সার্জারি করে দিচ্ছি। তাদের তো শুধু অস্টিওআরথ্রাইটিস নয়, অন্যান্য কারণেও হাঁটু ব্যথা হয়। তাদের লিগামেন্ট ছিঁড়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়। এসব কারণে তাদের হয়। আমরা ঠিক করে দিচ্ছি। আর অস্টিওআরথ্রাইটিস যেটি, সেটি আমরা শেষ পর্যায়ে গিয়ে অস্ত্রোপচার করি। হাঁটুর প্রতিস্থাপন যেটি, সেটা আমরা শেষ পর্যায়ে গিয়ে করি।