জ্বর হলে কখন চিকিৎসকের কাছে যাবেন?
সাধারণ জ্বর হলে চিকিৎসকের কাছে যাওয়া খুব জরুরি নয়। তবে কিছু কিছু লক্ষণ আছে, সেগুলো দেখলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৩১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. আফসানা বেগম। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের মেডিসিন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : যদি এসবে নিয়ন্ত্রণ না হয় বা খুব উচ্চ তাপমাত্রা হয়, সে ক্ষেত্রে করণীয় কী? জ্বর হলে কখন অবশ্যই চিকিৎসকের কাছে যাবে?
উত্তর : সাধারণত ভাইরাল জ্বর চার থেকে পাঁচ দিন থাকে। ভাইরাল জ্বরে সাধারণত কিছু বিষয় থাকে, যেমন—নাক দিয়ে পানি পড়া, চোখ জ্বালাপোড়া করা, মাথাব্যথা, জ্বর বেশি। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যেমন—যদি জ্বরের সঙ্গে খুব বেশি মাথাব্যথা থাকে যে কিছুতেই কমছে না, অথবা জ্বরের সঙ্গে অনেক কাশি, কফ বের হয়। অনেক সময় দেখা যায় কফের সঙ্গে রক্ত যাচ্ছে। এসব ক্ষেত্রে প্রথমেই চিকিৎসকের কাছে যেতে হবে। আর সেটি না হলে যদি শুধু জ্বর থাকে, সে ক্ষেত্রে তিন দিনের মতো অপেক্ষা করতে হবে। ভাইরাল জ্বর হলে সাধারণত তিন থেকে চার দিনের মাথায় আস্তে আস্তে কমে যাবে। এটাই ভাইরাল জ্বরের সাধারণ অবস্থা।
তবে এগুলোর ক্ষেত্রে চিকিৎসকের কাছে না গেলেও চলে, তবে কিছু ঝুঁকির বিষয় যেগুলো, সেগুলো থাকলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। আবার কারো কারো দেখা যায় ডায়ারিয়া হচ্ছে, প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে—সে ক্ষেত্রে তো অবশ্যই যেতে হবে।