টনসিল, অ্যাডিনয়েড অস্ত্রোপচারে কি ক্ষতি হয়?
টনসিল বা অ্যাডিনয়েডের সমস্যা খুব গুরুতর হলে অস্ত্রোপচার করতে হয়। তবে এটি নিয়ে অনেকের মনে ভীতি কাজ করে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৩৩ তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ফুয়াদ মোহাম্মদ শহীদ হোসেন। বর্তমানে তিনি হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেলের নাক কান গলা বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : এই অ্যাডিনয়েড ফেলে দিলে কি কোনো ক্ষতি হবে?
উত্তর : না, ক্ষতি হবে না। আমার একজন স্যার খুব সুন্দর কথা বলতেন, আপনার বাড়ির এক দারোয়ান যে চুরি করে, সে দরজায় আছে এ নিয়ে আপনি যদি সন্ত্বনা পান যে আমার একটি দারোয়ান আছে, তাহলে কি আপনার ঘরের জিনিসপত্র কিছু থাকবে? যখন যে অংশটি রোগগ্রস্ত হয়, অ্যাডিনয়েড বা টনসিল, বারবার করে শরীরের ক্ষতি করছে, এর কারণে মস্তিষ্কের বৃদ্ধির ক্ষতি হচ্ছে, তার মধ্য কর্ণের প্রদাহ হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি যদি সেটা রেখে দেন, সেটা কিন্তু বসে থাকবে না। শিশুর জন্য সেটি কিন্তু ক্ষতি করবে। ১২ -১৩ বছর বয়সে গিয়ে কিন্তু এই অস্ত্রোপচার করার সুযোগ নেই। সেটা হলেও আর তেমন কোনো ফল এই শিশুটি ভোগ করবে না।
এখন আমরা যদি বলি যে শিশুরা তো আসলে ভবিষত্যের কারিগর এবং এই শিশুরা বাবা-মায়ের সবচেয়ে বড় সম্পদ, সেই বাবা-মা যদি এটি বুঝতে না পারে, এখানে একটি কথা বলি যে আমাদের নিজেদেরও তো সন্তান আছে, ছোট বাচ্চা আমাদের ঘরেও আছে, আমরা যখন এই পরামর্শের কথা বলি, প্রতিটি নাক কান গলা বিশেষজ্ঞ এটা মাথায় রেখে বলেন যে, আমাদের অনেক সহকর্মীর বাচ্চাদের এই অস্ত্রোপচার করতে হয়। এমনকি নিজের সন্তান হলেও সীদ্ধান্ত এটিই হবে। এটা একটা বিজ্ঞান। ভাবাগেবের বশবর্তী হয়ে কিছু করার সুযোগ নেই। আমরা দেখেছি যে বাবা-মা এর সুফল নিতে জানে, তারা নিজেরাই এসে বলে যে আমার ছেলে বা মেয়েটা অনেক ভালো আছে। তাই এটি নিয়ে অযথা ভীতির কোনো দরকার নেই।
অনেকে আবার ভাবে কণ্ঠস্বর নষ্ট হয়ে যাবে। কণ্ঠস্বরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।