জরায়ুমুখে টিউমার চিকিৎসায় করণীয়
জরায়ুমুখে টিউমারের চিকিৎসা বিভিন্নভাবে করা যায়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৩৪তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. নাজলিমা নারগিস। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজের গাইনি ও অবস বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : জরায়ুমুখে টিউমারের ক্ষেত্রে চিকিৎসা কী?
উত্তর : জরায়ুর টিউমারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের টিউমার রয়েছে। এই চিকিৎসা করতে গেলে আমাদের বেশ কিছু জিনিস চিন্তা করে করতে হয়। প্রথমত আমার কাছে যে রোগী আসে, সে প্রথমে আমার কাছে কী লক্ষণ নিয়ে আসছে—সে অনুযায়ী প্রাথমিক চিকিৎসা দিতে হয়। যদি সে রক্তপাত বেশি নিয়ে আসে, তাহলে রক্তপাত কমানোর জন্য ওষুধ দিতে হয়। যদি রক্তপাতের কারণে যদি রক্তশূন্যতা দেখা দেয়, তাহলে সেটা ঠিক করতে হয়। সেটা ওষুধের মাধ্যমেই হোক বা রক্তের মাধ্যমেই হোক। এরপর আমাকে দেখতে হয় টিউমারের আকার কী রকম আছে। যদি টিউমার ছোট পর্যায়ে থেকে থাকে, তার বয়সও যদি কম থাকে, তাহলে আমরা তাকে বলি তোমার এই মুহূর্তে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তার যদি কোনো সমস্যা তৈরি না হয়ে থাকে এবং টিউমার যদি ছোট থাকে, আমরা তাকে বলি তুমি তাড়াতাড়ি বাচ্চা নাও। তবে যদি এমন হয় তার বয়স কম তবে টিউমার অনেক বড়, সেই ক্ষেত্রে আমরা শুধু টিউমারের অস্ত্রোপচারের কথা বলি।
জরায়ুর অস্ত্রোপচার সবসময় দরকার নেই। বিশেষ করে চল্লিশের নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে আমরা শুধু টিউমার অস্ত্রোপচারের কথা বলি। এই টিউমার অস্ত্রোপচার দুইভাবে করা যায়। পেট কেটেও করা যায়, আবার ল্যাপারোস্কোপির মাধ্যমেও করি।