হেডনেক ক্যানসারে সুস্থ হওয়ার সম্ভাবনা কতখানি?
ক্যানসার মরণব্যাধি। তবে প্রাথমিক অবস্থায় ক্যানসারের চিকিৎসা করলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৩৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের অনকোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হেডনেক ক্যানসারের বেলায় আরোগ্য লাভের সম্ভাবনা কতখানি?
উত্তর : এটি একটি আসলে খুব চমৎকার প্রশ্ন। বর্তমান যুগে রোগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। যদি শল্যচিকিৎসা ভালোভাবে করা যায়, তার পরে রেডিয়েশনথেরাপি বা কেমোরেডিয়েশন যদি একসঙ্গে করা যায়। আরো কিছু থেরাপি নিতে পারি। তাহলে কোনো কোনো রোগীকে একেবারেই সুস্থ করা সম্ভব। তবে শল্যচিকিৎসা যথেষ্ট ভালো ও গুরুত্বপূর্ণভাবে হতে হবে।
প্রশ্ন : আরোগ্য লাভ বা পরিপূর্ণভাবে সুস্থ হওয়ার জন্য পরামর্শ কী? কোন সময় হলে রোগীর আরোগ্য লাভের সম্ভাবনা বেড়ে যাবে?
উত্তর : প্রথম বিষয়টি হলো টিউমারের আকার কতটুকু বড়, সেটি। টিউমার যদি লসিকা গ্রন্থিতে ছড়িয়ে না থাকে, এগুলো যদি একটি নির্দিষ্ট জায়গায় বা অঙ্গে সীমাবদ্ধ থাকে, তাহলে সে অংশটি যদি কেটে ফেলা যায়, তাহলে ওই রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যায়। আগের দিনে মনে করা হতো, মানুষ পাঁচ বছর বাঁচতে পারছে কি না। যেখানে মৃত্যুঝুঁকি অনেক বেশি ছিল, খুব বেশি মানুষ বাঁচতেন না, তখন পাঁচ বছরকে গুরুত্ব দেওয়া হতো। এখন ১০ বছর গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কারণ, মানুষ অনেক দিন বাঁচে। ভালো চিকিৎসা হচ্ছে। অনেক ভালো সার্জারি হচ্ছে। এই সুযোগগুলো আগে ছিল না। এতে একজন মানুষকে আমরা ১০ বছর সারভাইভাল রেট (বেঁচে থাকার হার) বলে থাকি। তবে প্রাথমিক অবস্থায় চিকিৎসা করলে মানুষের সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।