রেডিওথেরাপি, কেমোথেরাপি নিয়ে ভয়?
ক্যানসারের চিকিৎসায় রেডিওথেরাপি ও কেমোথেরাপিতে অনেকে ভয় পান। এ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৩৬তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের অনকোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : রেডিওথেরাপি, কেমোথেরাপির মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। অনেকদিন ধরে চিকিৎসা নিতে হয়। এই বিষয়ে আপনার মতামত কী? কষ্টটা আগের চেয়ে কতটা কমেছে?
উত্তর : কেমোথেরাপিতে বেশির ভাগ ক্ষেত্রে কনকারেন কেমোরেডিয়েশন। রেডিয়েশন থেরাপি ও কেমোথেরাপি হেডনেক ক্যানসারের ক্ষেত্রে আমরা বেশির ভাগ সময় ব্যবহার করে থাকি। সেটিই রোগীর আরোগ্য লাভের জন্য বেশি সহায়ক হয়। এ ক্ষেত্রে দেখা যায় কেমোথেরাপির পরিমাণ সাধারণত কমই হয়ে থাকে। সেই ক্ষেত্রে খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। কিন্তু রেডিয়েশন থেরাপির পাশাপাশি যদি হেডনেকের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি, তখন মিউকোসাইটিস বা মুখের ভেতর ছোট ছোট প্রদাহ হতে পারে। কিন্তু কোনোটাই স্থায়ী না। কিছুদিন পর সবকটা ঠিক হয়ে যায় এবং রোগী সম্পূর্ণ ভালো থাকে। তবে সাময়িকভাবে রোগীর একটু কষ্ট হতে পারে।