হেডনেক ক্যানসার চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া কেমন?
হেডনেক ক্যানসারের চিকিৎসায় রেডিও বা কেমোথেরাপি দেওয়া হয়। তবে অনেক সময় এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৩৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের অনকোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হেডনেক ক্যানসারের চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া কী হতে পারে?
উত্তর : সাধারণত মিউকোসাইটিস রেডিয়েশন থেরাপির সময় বেশি হয়। মুখের ভেতর ঘা ঘা ভাব হয়। খেতে একটু অসুবিধা হয়। ঝাল খেতে পারে না। সাধারণত স্বাদ কমে যায়। লালাগ্রন্থি কোনো কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু আমরা যে আধুনিক চিকিৎসা এখন করি, আইএমআরটি অথবা র্যাপিডআর, এই চিকিৎসাগুলো যখন আমরা করি, এই সমস্ত সময় লালাগ্রন্থির সমস্যা আগের চেয়ে অনেক কম হয়। আগে একটি সময় ছিল যখন থেরাপির পর লালাগ্রন্থি থেকে সিক্রিয়েশন হতো না। তবে নতুন পদ্ধতিতে এগুলো অনেক কমানো সম্ভব হয়েছে।
প্রশ্ন : তারপরও যে মুখের সমস্যা হয়, ত্বকের রং পুড়ে পুড়ে যায়; এটি ঠিক হতে কেমন সময় লাগে?
উত্তর : খুবই অল্প সময় লাগে। সাধারণত অনেক ক্ষেত্রেই হয় না। যেই ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে সাধারণত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। কয়েকটা সপ্তাহ একটু কষ্ট করতে হবে।