ক্যামো বা রেডিওথেরাপির সাধারণত কী সমস্যা হয়
ক্যামোথেরাপি বা রেডিওথেরাপিতে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৪৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের অনকোলজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : রেডিও বা ক্যামোথেরাপিতে সাধারণত কী সমস্যা হতে পারে?
উত্তর : একটি ক্যামোথেরাপির সঙ্গে রক্তের কিছু পরিবর্তন হতে পারে। সাদা রক্ত কণিকা আছে। প্লাটিলেট কমে যায়। হিমোগ্লোবিন কমে যায়। এগুলো কিন্তু সাময়িক। এগুলোর জন্য ইনজেকশন আছে। কিছু চিকিৎসা আছে। অনেক সময় আগেই বুস্ট করে দেই। এ ছাড়া অনেক সময় সংক্রমণ হয়। সংক্রমণটা নিয়ন্ত্রণ করা যায়। ক্যামো পেয়ে বা রেডিয়েশন পেয়ে কেউ মারা গেল- এটা হয় না। যে সমস্যাগুলো হচ্ছে এগুলো থেকে উত্তরণ সম্ভব।