টনসিলের চিকিৎসা কখন প্রয়োজন?
টনসিল শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। তবে কখনো কখনো এটি এত বেশি সমস্যা করে যে এটি অপসারণ জরুরি হয়ে পড়ে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৫৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. নাজমুল ইসলাম। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : টনসিল বড় হয়ে গেলে তখন আপনারা কী ধরনের পরামর্শ দেন? ট্নসিল বড় হয়ে গেলে কী সমস্যা হচ্ছে?
উত্তর : রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, তাকে দূর করতেই হয়। তবে যাদের বেলায় টনসিল বড় আছে, কিন্তু কোনো উপসর্গ নেই, জ্বর হয় না, গলায় ব্যথা হয় না, খেতে কষ্ট হয় না, নিশ্বাসের কোনো কষ্ট হয় না—তাদের বেলায় আপনি অপেক্ষা করবেন। কিছু করবার দরকার নেই।
তবে যাদের বারবার করে গলায় ব্যথা হচ্ছে, প্রতিবছর কয়েকবার করে ব্যথা হচ্ছে, ব্যথা হলে তার জ্বর হচ্ছে, খেতে-গিলতে কষ্ট হচ্ছে—সেসব ক্ষেত্রে তাদের টনসিল অপারেশন করার সিদ্ধান্ত নিতে হবে। এটা নির্ভর করে শিশুর অভিভাবকদের সদিচ্ছার ওপর।
আর যখন টনসিল আপনি অপসারণ করে দেবেন, টনসিলের যে স্বাভাবিক কাজটা সে আর করতে পারে না। কিন্তু শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ একই রকম কাজ করার জন্য সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন। কাজেই বিকল্প এসে তখন সেই কাজ করতে হবে। কাজেই যে টনসিলে বারবার সংক্রমণ হয়, সেটি আপনাক বিদায় করতেই হবে।