হার্ট অ্যাটাক হলে দ্রুত করণীয়
হার্ট অ্যাটাক হলে দ্রুত চিকিৎসা শুরু করতে হয়। নয়তো মৃত্যু পর্যন্ত হতে পারে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৫৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. এম এ বাকী। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হার্ট অ্যাটাক হওয়ার পরে হাসপাতালে নেওয়া পর্যন্ত করণীয় কী।
উত্তর : সেখানে যদি কোনো মেডিকেল পারসন না থাকে, অবশ্যই খুব দ্রুততম সময়ে আপনার নিকটস্থ হার্ট সেন্টারে নিয়ে যেতে হবে। দ্রুততম সময়ে হাসপাতালে বা হার্ট সেন্টারে নেওয়ার উদ্দেশ্য হলো, আমাদের কিছু কিছু চিকিৎসা অনেক আগে থেকে আছে। যেমন থ্রম্বোলাইটিকস থেরাপি, এতে কিছু ইনজেকশন দেওয়া হয়, যে বাধা রক্তনালিতে জমে গিয়েছিল সেটিকে গলিয়ে ফেলে। আবার এখন কিন্তু সরাসরি খুব দ্রুততার সঙ্গে এনজিওগ্রাম করে রক্তনালিকে পরিষ্কার করার পদ্ধতি চলে এসেছে, যাকে বলে প্রাইমারি পিসিআই। সৌভাগ্য হলো এটি এখন বাংলাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে চলে এসেছে। থ্রম্বোলাইসিসের সফল হওয়ার হার ছিল ৭০ ভাগ, ৩০ ভাগ ছিল না। এখন কিন্তু বিদেশে ধীরে ধীরে এটা বাদ দিচ্ছে। এখন বিদেশে যেটি করা হয় সেটি হলো, হার্টে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হওয়া, কিছু কিছু পরীক্ষা আছে ইসিজি করলে বা ইকো করলে অনেক সময় বোঝা যায় যে এটি হার্ট অ্যাটাক হচ্ছে। সম্পূর্ণ পেশির সমস্যা হলে এসটিএমই করে ব্লকটাকে ছুটিয়ে দেওয়া যায়। ভালোভাবে করা গেলে সেখানে সফলতার হার ১০০ ভাগ। সঙ্গে সঙ্গে রক্তের সঞ্চালন শুরু হয়। রোগী নিরাপদ হয়ে যায়। হার্টের ক্ষতি বন্ধ হয়।