অ্যাজমার চিকিৎসায় কী করবেন?
অ্যাজমার চিকিৎসায় ইনহেলারসহ বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৬৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মাহবুবুল আলম। বর্তমানে তিনি আল মানার হাসপাতালের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : প্রাথমিক পর্যায়ে আপনারা চিকিৎসা কী দিয়ে থাকেন?
উত্তর : প্রথমে রোগীর ইতিহাস নিতে হবে। ইতিহাস নিলে আমরা বুঝতে পারব, কী কারণে সমস্যা হচ্ছে। পরিবেশগত কারণে অনেক সময় সমস্যা হয়। দেখা যায়, সকালে শীত, দুপুরে গরম—এই পরিবর্তনের জন্য অনেকে শ্বাসনালির সমস্যায় ভোগেন। এ ছাড়া কিছু কিছু রোগী আসে, এদের ভাইরাল সংক্রমণের কারণে সমস্যা হয়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের সাধারণত ভাইরাল সংক্রমণের কারণে সমস্যা হয়।
তবে এখন নতুন কিছু ডিভাইজ এসেছে অ্যাজমার চিকিৎসা ভালোভাবে করার জন্য। অ্যাজমা ডিভাইজ একটা নতুন জিনিস। এটা হলো একটি পিক ফ্লোমিটার। রোগীর অ্যাজমা রোগ আছে কি না, এটি দিয়ে সেটি বোঝা যায়। এটা রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যাজমা কতটুকু জটিল, এটি দিয়ে আমরা সেটি বুঝতে পারি।
রোগনির্ণয় যখন হয়ে গেল, তখন আমরা রোগীর ব্যবস্থাপনার দিকে যাই। ব্যবস্থাপনার জন্য বিভিন্ন ভাগ আছে। আপনারা জানেন যে শ্বাসনালি যেহেতু সংকুচিত হয়ে যায়, শ্বাসনালিকে প্রসারণ করাই আমাদের উদ্দেশ্য।
একটি আছে প্রশমিত ওষুধ। কিছু কিছু ওষুধ আছে, দিলে সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট কমে যায়। আরেকটি আছে প্রতিরোধী ওষুধ। শ্বাসকষ্ট কম হবে।