ঘুমের সমস্যা সমাধানে ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের ভূমিকা
ঘুমের সমস্যা সমাধানে ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঘুমের সমস্যার কারণ নির্ণয় করে কাউন্সেলিংয়ের মাধ্যমে তারা বিষয়টি সমাধানে কাজ করেন। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৮৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন জিয়ানুর কবীর। বর্তমানে তিনি ক্লিনিক্যাল সাইকোলজি প্র্যাকটিস করছেন।
প্রশ্ন : এই ধরনের মানসিক সমস্যায় ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা কী ধরনের ভূমিকা পালন করেন?
উত্তর : অনেক মাধ্যমে ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা ভূমিকা পালন করেন। প্রথমে প্রতিরোধমূলক পথে কাজ করি। মিডিয়ার মাধ্যমে আমরা লোকেদের সমস্যাগুলো জানাছি। এটি প্রাথমিক অবস্থার প্রতিরোধমূলক ব্যবস্থা। ঘুমের সমস্যা নিয়ে আমাদের কাছে এলে আমরা অবস্থা বুঝে চিকিৎসা করি। কাউন্সেলিং করা হয়।
সাইকোথেরাপির পাশাপাশি যদি ওষুধ দেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা রেফার করে দেই। আমরা ওষুধ নিয়ে কাজ করি না। আমরা মূলত সাইকোথেরাপি নিয়ে কাজ করি।
প্রশ্ন : দুটোর কী সমন্বয় দরকার পড়ে?
উত্তর : অনেক ক্ষেত্রেই দুটোর সমন্বয় দরকার পড়ে। সাইকোথেরাপি করতে গেলে রোগীর বিবেচনা ঠিক থাকা লাগে।
চিকিৎসা শেষ করার পর পদক্ষেপ থাকে রোগীকে ফলোআপে আসতে বলা হয়। রোগী যদি ভালো থাকে তাহলে সেশন শেষ করে দেওয়া হয়। এ ছাড়া যাতে সমস্যা আবার না হয় এতে করে এই জন্য কিছু কাজ করা হয়।