হার্ট অ্যাটাক হলে কখন সিসিইউতে নিতে হয়?
হার্ট অ্যাটাক হলে হাসপাতালে নেওয়ার পর অনেক সময় রোগীকে ওয়ার্ডে বা সিসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়। কোন অবস্থা হলে একজন রোগীকে সিসিইউতে নিতে হয়—এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬৯২তম পর্বে কথা বলেছেন ডা. এম জি আজম। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একজন রোগীর হার্ট অ্যাটাক হলে কখন তার সিসিইউ প্রয়োজন?
উত্তর : যখন বুকে তীব্র ব্যথা হচ্ছে, হাসপাতালের জরুরি বিভাগে যখনই রোগী এলো, তখন চিকিৎসক একটি সিদ্ধান্ত নেন। এক মিনিটের মধ্যে চিকিৎসক বুকে ব্যথার প্রকৃতি সম্পর্কে জেনে নিচ্ছেন, তারপর তাকে একটু পরীক্ষা-নিরীক্ষা করছেন, ইসিজি করছেন। যদি দেখা যায় বড় ধরনের হার্ট অ্যাটাক হচ্ছে, তাহলে সিসিইউতে রোগীকে ভর্তি করানো হয়।
প্রশ্ন : সিসিইউতে বিশেষ কী যত্ন নেন আপনারা?
উত্তর : প্রথমে আমরা রোগ নির্ণয়টি সঠিক কি না, সেটি নিশ্চিত করি। কোন ধরনের হার্ট অ্যাটাক, সেটি বের করি। সিসিইউতে একটি বিশেষ দল কাজ করে। যে ডাক্তারগুলোর বিশেষ প্রশিক্ষণ আছে, করোনারি কেয়ার নিতে পারে, জরুরি সব ধরনের বিষয়ের ওপর যাদের দক্ষতা আছে, তারাই সেখানে কাজ করে।
যাদের বড় ধরনের হার্ট অ্যাটাক হয়, তাদের সিসিইউতে রাখতে হবে। অনেক সময় সিসিইউতে এত বেশি চাপ থাকে, এক ঘণ্টার মধ্যে আমরা সিসিইউ-ওয়ান থেকে, সিসিইউ-টুতে পাঠিয়ে দিই।