সাইনোসাইটিসের চিকিৎসা কী
সাইনোসাইটিসে প্রথমে ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। তবে এতে না সারলে সার্জারি করে চিকিৎসা করা হয়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৮১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. কামাল মাসুদ। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাইনোসাইটিসের এই সমস্যা নিয়ে আসলে আপনারা কী করেন।
উত্তর : প্রথমে আমরা রোগীকে অ্যান্টিবায়োটিক দেই। সঙ্গে অ্যান্টিহিসটামিন দেই। স্টিম ইনহেলেশন (নাকের মধ্যে বাষ্প টানা) করতে বলি। দেখা যায় যে সাইনাসের যে ড্রেনেজটা বন্ধ ছিল, বাষ্প টানার কারণে এটি সচল হয়ে যাবে।
প্রশ্ন : বাষ্প টানার এই বিষয়টি একটু বুঝিয়ে বলুন?
উত্তর : প্রথমে পানি গরম করে নিতে হবে। বাজারে মেনথল (এক ধরনের দানা দানা ওষুধ) পাওয়া যায়। এর দুটো থেকে তিনটি দানা গরম পানিতে নেওয়ার পর কিছু বাষ্প উঠবে। সেই বাষ্প নাক দিয়ে দিনে তিনবার টানতে হবে। সাধারণত ১০ দিন বা ১৪ দিন নিয়মিত করলে উন্নতি হয়।
প্রশ্ন : ওষুধে কাজ না হলে কী করণীয়?
উত্তর : আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। সেই ক্ষেত্রে অ্যান্ডোস্কোপিক সাইনাস সার্জারি করা হয়। এটি এখন খুব জনপ্রিয় চিকিৎসা। এটি মিনিমাল ইনভেসিভ সার্জারি। খুব কম ঝুঁকি এতে। বাহির দিয়ে কোনো কাটাছেঁড়ার দরকার পড়ে না। অ্যান্ডোস্কোপির মাধ্যমে এই অস্ত্রোপচার করা যায়।
প্রশ্ন : এটা কীভাবে করেন?
উত্তর : একটি টেলিস্কোপ থাকে, সঙ্গে একটি ক্যামেরা থাকবে, মনিটর থাকবে। এটি দুইভাবে করা যায়। পুরোপুরি অজ্ঞান করে করা যায়। স্থানীয়ভাবে অবশ করেও করা যায়। সাধারণত পুরোপুরি অজ্ঞান করে করাটাই ভালো। সার্জন সামনে থাকবেন। একটি মনিটর থাকবে। অ্যান্ডোস্কোপি সেট করে মনিটরে দেখে দেখে ড্রেনেজটাকে পরিষ্কার করে দেবে।