কিডনি ডায়ালাইসিসের আগ পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা কী?
কিডনি ডায়ালাইসিসের আগ পর্যন্ত ওষুধ ও খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণের মাধ্যমে সাধারণত চিকিৎসা করা হয়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭০৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. হারুন অর রশিদ। বর্তমানে তিনি কিডনি ফাউন্ডেশন হাসপাতালের কিডনি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : এই যে আপনি বললেন ডায়ালাইসিস বা চিকিৎসা পদ্ধতির কথা, তার আগ পর্যন্ত কী কী ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে?
উত্তর : সব ধরনের ব্যবস্থাই আছে। যদি কারো ডায়াবেটিস থাকে আমরা তার ওষুধের মাধ্যমে বা ইনসুলিনের মাধ্যমে তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করব। উচ্চ রক্তচাপ থাকলে ওষুধের মাধ্যমে সেটি নিয়ন্ত্রণ করব। ১২০/৮০ এর নিচে রাখার চেষ্টা করব এবং তার খাবারের একটি নিয়ন্ত্রণ তৈরি করে দেব। যেমন আমরা সাধারণত কিছুটা নিয়ন্ত্রণ করি। বেশি নিয়ন্ত্রণ করি না। একটি মানুষের যদি ৭০ ভাগ কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কিছু পরিমাণ ফার্স্টক্লাস প্রোটিন দিয়ে থাকি। এটি কী? মাছ, মাংস, দুধ ও ডিম। বাকিটুকু আমরা সাধারণত দেই অন্যান্য খাবারে। তখনো কিন্তু সব ধরনের সবজি খেতে পারে। সে ফলমূলও খেতে পারে। এটা নিয়ন্ত্রণ করি আমরা পটাসিয়ামের মাধ্যমে। ফলমূল, শাকসবজি কিডনির কোনো ক্ষতি করে না। যেটা সে করে পটাসিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়। এখন পটাসিয়ামের মাত্রা পাঁচের ওপরে গেলে শাকসবজি নিয়ন্ত্রণ করা হয়।