দেশেও ভালো হাঁটু প্রতিস্থাপন হয়
হাঁটুর তীব্র ব্যথায় হাঁটু প্রতিস্থাপন চিকিৎসা করা হয়। এই চিকিৎসার অবস্থা এ দেশে কেমন? এই বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭০৫তম পর্বে কথা বলেছেন ডা. পারভেজ আহসান। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হাঁটু প্রতিস্থাপনের এই বিষয়টি শুনলেই রোগীরা ভয় পেয়ে যায়। এই দেশের চিকিৎসকদের প্রতি রোগীদের এই ক্ষেত্রে আস্থা খুব বেশি দেখা যাচ্ছে না। দুর্ভাগ্যজনক হলেও বিষয়টি সত্য। তারা তখন বিদেশের পথে পারি দেন। তাঁদের প্রতি আপনার পরামর্শ কী?
উত্তর : এই ক্ষেত্রে আমার একটি উপদেশ যে আপনারা হুটহাট বিদেশে যাবেন না। বিদেশে গেলেই যে একটি সফল সার্জারি সে করে দিচ্ছে সেটিও কিন্তু নয়।
আমাদের দেশে অনেকেই অর্থনৈতিকভাবে দুর্বল, তবে বিদেশে গিয়ে চিকিৎসা করে। তাদের একটি ধারণা হলো অস্ত্রোপচার হলেই বুঝি হয়ে গেল। তার জন্য কিন্তু একটি ফলোআপ প্রয়োজন। এটা অত্যন্ত ব্যয়বহুল। দেখা যায় সেই ফলোআপ তারা বিদেশে গিয়ে করতে পারছে না। এ ক্ষেত্রে সফলতার হার খুব কমে যাচ্ছে।
আমাদের দেশে আমরা যদি ভালোভাবে সার্জারি করতে পারি এবং ফিজিও থেরাপি, পুর্নবাসন প্রোগরাম সব যদি ভালোভাবে করতে পারি, তাহলে সার্জারিটা অনেক সফল হবে।
প্রশ্ন : হাড়ের সমস্যা প্রতিরোধে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত?
উত্তর : প্রতিরোধের জন্য আমরা কিছু জীবনযাপনের পরিবর্তনের কথা বলি তাহলে বলব, বেশি জোড়ে জোড়ে সিঁড়িতে দৌঁড়াবেন না। জীবনযাপনের পরিবর্তনের পর আমরা কিছু ব্রেস ব্যবহার করি, যেন হাঁটু ক্ষয় না হয়ে যায়। হাঁটুর ভেতর যদি প্রয়োজন পড়ে, ভিসকো সাপ্লিমেনটেশন ইনজেকশন দিয়েও আমরা বেশ কিছুদিন সার্জারিটা না করে থাকতে পারি।