গলগণ্ড প্রতিরোধে করণীয়
গলগণ্ড প্রচলিত একটি সমস্যা। এটি সৌন্দর্যহানিও ঘটায়। সময়মতো চিকিৎসা না নিলে রোগ বেশ জটিল হয়ে যেতে পারে। তবে বর্তমানে খাবার লবণে আয়োডিনের ব্যবহারের কারণে এই রোগ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭০৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মোস্তফা কামাল মাসুদ। বর্তমানে তিনি শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজের ইএনটি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গলগণ্ড। আমরা জানি, উত্তরাঞ্চলের অনেক জেলায়, গলগণ্ড রোগ বেশি হয়। এক সময় এটি অনেক হতো। এখন এটি অনেক কমে আসছে। গলগণ্ড রোগ প্রতিরোধে পরামর্শ কী?
উত্তর : গলগণ্ড প্রতিরোধের জন্য খাবারের সঙ্গে আয়োডিন যুক্ত লবণ খেতে হবে। আপনি একটু আগে বলেছেন উত্তরাঞ্চলে এই সমস্যাটা বেশি। সেখানে মাটিতে আয়োডিন কম। সেই ক্ষেত্রে উত্তরবঙ্গে এই রোগের প্রার্দুভাব বেশি। গলগণ্ড প্রতিরোধে সামুদ্রিক মাছ খাওয়া যেতে পারে, আয়োডিনযুক্ত লবণ খাওয়া যেতে পারে। এভাবে খাবারের মাধ্যমে গলগণ্ড রোগ প্রতিরোধ করা যেতে পারে।