ছানির প্রতিকার কী?
ছানির চিকিৎসায় সাধারণত অস্ত্রোপচার করা হয়। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭০৭তম পর্বে ছানির বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. এম নজরুল ইসলাম। বর্তমানে তিনি বাংলাদেশ আই হাসপাতালের গ্লুকোমা বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ছানির প্রতিকার কী?
উত্তর : ছানির প্রতিকার একটিই। সেটি হলো অস্ত্রোপচার। অস্ত্রোপচার করে আমাদের যে ঘোলা লেন্সটি আছে, সেটা ফেলে দিতে হবে। কৃত্রিম, পরিষ্কার একটি লেন্স সেখানে লাগিয়ে দিতে হবে।
প্রশ্ন : বাংলাদেশে এই সার্জারিটা অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি রোগীদের মধ্যে এই চিকিৎসা নেওয়ার প্রবণতা কম থাকে অনেকের ক্ষেত্রে। এ বিষয়ে কী বলবেন?
উত্তর : এটা আসলে অজ্ঞতার কারণে। বাংলাদেশে এখন বিভাগীয় পর্যায়ে চক্ষু বিশেষজ্ঞরা এই সার্জারি করতে পারেন। বিভিন্ন রকম সার্জারি রয়েছে। সেখানে বিনা পয়সায়, অল্প পয়সায়, বিভিন্ন ক্যাম্প করে ছানির অস্ত্রোপচার করা হয়। তবে অনেকে বিষয়টি জানেই না। আমি গ্রামে দেখেছি এক বা দুই বা পাঁচ হাজার টাকার জন্য রোগীটি ছানি অস্ত্রোপচার করাতে পারছে না। তবে তারা জানে না বিনা পয়সায় করা সম্ভব।
প্রশ্ন : আরেকটি ভ্রান্ত ধারণা থাকে ছানিটা আরেকটু পরিপক্ব হোক, তারপর একে অস্ত্রোপচার করব। এই ক্ষেত্রে কী বলবেন?
উত্তর : এই ক্ষেত্রে চোখের হয়তো গ্লুকোমা হয়ে গেল। চোখের ছানি থেকে গ্লুকোমা হয়ে, চোখটা অন্ধ হয়ে গেল। শুধু এটুকু অসচেতনতার কারণে এই সমস্যা হতে পারে।