কোষ্ঠকাঠিন্য ও এনাল ফিসার প্রতিরোধে খাবারে সচেতন হোন
কোষ্ঠকাঠিন্য ও এনাল ফিসার- এগুলোর চিকিৎসা করা হলেও খাওয়ার ব্যাপারে সতর্ক না হলে সমস্যা আবার হতে পারে। তাই খাবারের প্রতি সচেতন হওয়া প্রয়োজন।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’- এর ২৭০৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. ছামিদুর রহমান। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : যাদের কোষ্ঠকাঠিন্য হয়ে যায় বা এনাল ফিসার হয়, তাদের ক্ষেত্রে কী চিকিৎসা প্রয়োজন?
উত্তর : খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য ঘরের খাবারের দিকে মনোযোগ দিতে হবে। চিকিৎসক যে ওষুধ দিচ্ছে সেটি কিন্তু এর ক্ষেত্রে সঠিক নয়। খাবারের বিষয়েও সচেতন হতে হবে। নয়তো আবার সমস্যা হবে।
চিকিৎসকদের মাকে বলে দিতে হবে, আপনাকে আমি একটি চিকিৎসা দিলাম। তবে প্রতিরোধের ব্যবস্থা আপনার হাতে। আপনাকে এটি ঠিক করতে হবে। বাইরের খাবারে শিশুকে অভ্যস্ত করা যাবে না। আমাদের আদর যেন তার জন্য কষ্ট বা ক্ষতির কারণ না হয়।