পিত্তথলির পাথরের চিকিৎসায় অস্ত্রোপচার
পিত্তথলির পাথরের চিকিৎসায় অস্ত্রোপচার ভালো চিকিৎসা। আমাদের দেশে এটি সফলভাবেই করা হচ্ছে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭১৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক সালমা ইয়াসমীন চৌধুরী। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : এর পর ব্যবস্থাপনায় আপনারা কী করে থাকেন?
উত্তর : আমরা তখন রোগীকে কাউন্সেলিং করি। বলি যে আপনার পিত্তথলিতে পাথর হয়েছে, এ জন্যই আপনার সমস্যা হচ্ছে। এর জন্য আপনাকে অস্ত্রোপচার করতে হবে। যদি রোগীর শুধু পিত্তথলির পাথরের উপসর্গ প্রকাশ পেতে থাকে, সে ক্ষেত্রে অস্ত্রোপচার করি। আর যদি অন্য রোগের চিকিৎসার জন্য এসে দেখা যায় পিত্তথলিতে পাথর আছে, তখন আমরা বলি, আপনার জানা থাকল এ রকম একটি সমস্যা আছে। এটি পরে সমস্যা করতে পারে। সে ক্ষেত্রে আপনারা অস্ত্রোপচারে যাবেন।
প্রশ্ন : অস্ত্রোপচারের কথা শুনলেই রোগীরা অনেক ভয় পেয়ে যান। অস্ত্রোপচারের প্রতি বিমুখ থাকেন অনেকে। সে ক্ষেত্রে আপনারা কী ধরনের পরামর্শ দেন?
উত্তর : যেসব রোগীর পিত্তথলিতে পাথর রয়েছে, যাদের মোটামুটি এর লক্ষণ নিয়ে বিভিন্ন সময় চিকিৎসা নিতে হয়েছে, তাদের চিকিৎসা না নিলে আরো বেশি ঝুঁকির মধ্যে চলে যায়। যেমন : এর অনেক গুরুতর জটিলতা আছে। সেগুলো সহ্য করার চেয়ে এটি ফেলে দেওয়া অনেক সহজ। এটি রোগীদের কাউন্সেলিংয়ের মূলমন্ত্র।
যে পিত্তথলিতে পাথর হয়, সেই পিত্তথলি তার স্বাভাবিক কার্যক্রম হারিয়ে ফেলে। তখনই এর মধ্যে পাথর হচ্ছে। কাজ করার পরিবর্তে এটি ক্ষতি করছে। সে জন্য এটি ফেলে দিতে হবে। আর এটি যদি আমরা রেখে দিই, শুধু পাথর ফেলে দিই, দেখা যাবে পাথরগুলো আবার হচ্ছে। সুতরাং তাকে আবার একই পদ্ধতিতেই যেতে হবে। এই পিত্ত ফেলে দিলে তার কোনো সমস্যা আসলে হয় না।