পিত্তথলির পাথরের অস্ত্রোপচার-পরবর্তী পরামর্শ
পিত্তথলির পাথরের অস্ত্রোপচার-পরবর্তী সময়ে চর্বিজাতীয় খাবার খাওয়া একটু এড়িয়ে চলতে হবে। এ ছাড়া আরো কিছু নিয়ম পালন রোগীকে দ্রুত সুস্থ করতে সাহায্য করবে।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭১৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক সালমা ইয়াসমীন চৌধুরী। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অস্ত্রোপচারের পরে রোগীদের জন্য কী পরামর্শ থাকে?
উত্তর : সে ক্ষেত্রে আমরা প্রথম বলি চর্বিজাতীয় জিনিস খাওয়া যাবে না। আর যদি খেতেই হয়, তাহলে এর পরিমাণ অল্প। আর অস্ত্রোপচারের পরপর না করে একটু সময় দিয়ে, শরীরে পিত্তথলি নেই—এ পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে; তার পরে সে খাওয়া শুরু করতে পারে।
প্রশ্ন : কত দিন পর থেকে খাওয়া শুরু করবে?
উত্তর : কোনো নির্দিষ্ট সময় নেই। কারো দেখা যায় মাসখানেক লেগেছে, কারো তিন/চার মাস লেগেছে।
এটি খুব প্রচলিত একটি অস্ত্রোপচার। প্রতিদিন হাজার হাজার মানুষ তার পিত্তথলি হারাচ্ছে এ অসুখের জন্য। তবে অস্ত্রোপচার হলে খুব যে জটিলতা হয়, খুব যে অসুবিধা ভোগ করে পিত্তথলি নেই বলে, এ রকম নয়।
প্রশ্ন : খাবারের পাশাপাশি কি নিয়মিত ব্যায়াম বড় ভূমিকা রাখে?
উত্তর : নিয়মিত ব্যায়ামের তো অবশ্যই একটি বিশাল ভূমিকা আছে। কারণ, পিত্তথলির পাথর তাদেরই বেশি হয়, যাদের বাড়তি ওজনের একটি বিষয় আছে। আমি যদি নিয়মিত ব্যায়াম করতে পারি, আমার স্থূলতাও কমবে। সে ক্ষেত্রে সমস্যা হওয়ার আশঙ্কা কমিয়ে রাখবে।