ব্লাড ক্যানসারে কখন বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট করতে হয়?
ব্লাড ক্যানসারের একটি উন্নত চিকিৎসা হলো বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট। এটি কখন করতে হয়? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭২৪তম পর্বে কথা বলেছেন ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ব্লাড ক্যানসারের বেলায় কখন বোন মেরু ট্রান্সপ্ল্যান্টের কথা বলেন?
উত্তর : কোনো কোনো ক্যানসার যখন দেখি শুধু কেমোথেরাপিতে ভালো হবে না। এ জন্য এই বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট। উদাহরণস্বরূপ একটি পাঁচ বছরের বাচ্চা যখন আমাদের কাছে আসে, তার জন্য বোন মেরু ট্রান্সপ্ল্যান্টের কোনো প্রয়োজন নেই। তার জন্য ভালো অপশন হলো কেবল কেমোথেরাপি। কেন? কারণ, এর সফলতার হার ৮০ ভাগের বেশি। বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট শতভাগ নিরাময়ের গ্যারান্টি দেয় না। এরও মৃত্যুহার আছে। আবার কতগুলো লিউকোমিয়া আছে, বিশেষ করে মাইলয়েড লিকিউমিয়া, যেগুলো নন-প্রোমাইলোসেটিক টাইপ। নন-প্রোমাইলোসাইটিক লিকিউমিয়ার মধ্যে যে সাইটোজেনেটিক্স বলছিলাম, ইনভারসন ১৬ থাকে, তাহলে তার ট্রান্সপ্ল্যান্ট দরকার নেই। আর যদি স্বাভাবিক সাইটোজেনেটিক্স থাকে বা কোনো ঝুঁকি না থাকে, তারা বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট করতে পারে।
প্রশ্ন : বাংলাদেশে কি বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে?
উত্তর : বাংলাদেশে বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট শুরু হয়েছে। সরকারি ও বেসরকারিভাবে শুরু হয়েছে। বেসরকারিভাবে অ্যাপোলো হাসপাতালে শুরু হয়েছে। দুই জায়গায় আমরা মাত্র অটোলোগাস বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট শুরু করতে পেরেছি। অটোলোগাস বোন মেরু ট্রান্সপ্ল্যান্টের বিষয়টি বোন মেরুতে খুব সীমাবদ্ধ।
আর অন্য যাদের অ্যালোজেনিক ট্রান্সপ্ল্যান্ট থাকে, সেগুলোর ক্ষেত্রে এখনো আমরা সক্ষম হইনি। তবে আমরা আশাবাদী, খুব দ্রুত এটি করা যাবে।