ইনহেলার ব্যবহারে চিকিৎসকের পরামর্শ নিন
অ্যাজমার চিকিৎসায় ইনহেলার বেশ কার্যকর। তবে অনেকেই এটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন না। এতে সম্পূর্ণ উপকারিতা থেকে রোগী বঞ্চিত হয়। আবার অনেকে নিজের ইচ্ছেমতো ইনহেলার ব্যবহার করে। এটিও ঠিক নয়। ইনহেলার কীভাবে ব্যবহার করতে হবে এবং কতটুকু ডোজে ব্যবহার করতে হবে- এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭২৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক এ কে এম মোস্তফা হোসেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে বক্ষ্যব্যাধি বিভাগের প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : রোগী ইনহেলার সঠিকভাবে ব্যবহার করছেন কি না সে বিষয়টি কি আপনারা খেয়াল করেন?
উত্তর : ইনহেলার অনেকে ব্যবহার করতে জানেন না। এই জন্য কাজ হয় না। এই বিষয়টি পর্যবেক্ষণ করতে হবে। ইনহেলার খুব ভালো কাজ করে অ্যাজমা প্রতিরোধে।
প্রশ্ন : অনেকে না বুঝেই ইনহেলার ব্যবহার করছেন- এটি কি ঠিক?
উত্তর : এটিও ঠিক নয়। একজন অ্যাজমা বিশেষজ্ঞের কাছে গিয়ে ডোজটা জেনে নিতে হবে। অ্যাজমা চিকিৎসার একটি আসল বিষয় হলো এই বিষয়ে সচেতনতা। ইনহেলার কীভাবে নিতে হয়, কখন নিতে হয়- এগুলো জানতে হবে। কেবল যার অ্যাজমা আছে তার নয়, পরিবারের সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।