পাইলসের সঠিক চিকিৎসা না হলে জটিলতা কী?
পাইলসের চিকিৎসা ঠিকমতো না হলে বা সঠিক সময়ে না হলে বিভিন্ন জটিলতা তৈরি হয়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭২৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক সালমা ইয়াসমীন চৌধুরী। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সঠিক সময়ে পাইলসের চিকিৎসা না হলে জটিলতা কী।
উত্তর : একটি হতে পারে অনেক রক্তপাত হতে হতে রোগী রক্তস্বল্পতায় ভুগবে, দুর্বল হয়ে যাবে। এই যে পাইলসটি বের হয়ে আসছে, এটি বের হয়ে বাইরে আটকে গেল, তখন হয়তো তীব্র ব্যথা হলো। খুবই বাজে অবস্থা। অনেক ব্যথা হয় এতে। আরেকটি হলো পাইলসের মধ্যে রক্তের নালিগুলো থ্রোম্বোস হয়ে গেল- এটিও ব্যথাযুক্ত অবস্থা। অথবা কোনো কারণে সংক্রমণ হয়ে এটি ছড়িয়ে গেল। এতে পায়োমিয়া বা পোটাল পায়োমিয়া হয়। আর যদি কোনো কারণে ট্রমা হয়ে যায়, তখন প্রচুর রক্তপাত হয়। তাহলে সঠিক সময়ে চিকিৎসকের কাছে চলে আসা উচিত।
প্রশ্ন : এই ক্ষেত্রে কখন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত?
উত্তর : কোনো মানুষের যদি টকটকে রক্ত যায় পায়খানার রাস্তা দিয়ে আগে বা পরে, ব্যথামুক্ত হয়, তাহলে একবার অন্তত বিশেষজ্ঞের কাছে দেখিয়ে নেওয়া প্রয়োজন। কারণ, পাইলসের সঙ্গে অনেক সময় ক্যানসার জড়িত থাকে। তবে সব সময় পাইলস হয়তো ক্যানসারের দিকে যায় না, কিন্তু জড়িত আছে কি না বা অন্য কোনো সমস্যা আছে কি না সেটি জানতে হবে।