সময়মতো থ্যালাসেমিয়ার চিকিৎসা না নিলে জটিলতা কী
সময়মতো থ্যালাসেমিয়ার চিকিৎসা না নিলে মৃত্যু ঝুঁকি পর্যন্ত হতে পারে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৩২তম পর্বে কথা বলেছেন ডা. মুজাহিদা রহমান। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।
প্রশ্ন : রক্তদানের প্রতি আমাদের পরামর্শ কী থাকবে?
উত্তর : রক্ত দেওয়ার থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীগুলোর জন্য জরুরি। সেই ক্ষেত্রে অনেক ঝুঁকিও হয়ে যায়। কিছু সংক্রমণে এরা আক্রান্ত হতে পারে। হেপাটাইসিস বি, সি, এইচআইভি, ম্যালেরিয়া- এসব রোগ তাদের ভেতর ছড়াতে পারে। সেই ক্ষেত্রে নিরাপদ রক্ত দেওয়া খুব জরুরি।
প্রশ্ন : অনেকে রক্ত দান করার প্রতি বিমুখ থাকি। এ বিষয়ে কিছু বলুন?
উত্তর : সেক্ষেত্রে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মানুষের উচিত রক্ত দেওয়া। আসলে চার মাস পর পরই রক্ত দেওয়া যায়। এতে শরীরের কোনো ক্ষতি হয় না। আমাদের ধারণা রক্ত দিলে হয়তো আমরা অসুস্থ হয়ে যাব। একজন সুস্থ মানুষ রক্ত দিতেই পারেন। এতে রক্ত দিলে একজন থ্যালাসেমিয়া রোগী উপকৃত হবে।
প্রশ্ন : সঠিক সময়ে চিকিৎসা না নিলে জটিলতা কী?
উত্তর : থ্যালাসেমিয়ায় আক্রান্ত একটি বাচ্চা পাঁচ থেকে ছয় বছরের মধ্যে মারা যায়। তাই তার জীবনটিই একটি ঝুঁকির মধ্যে পড়ে যায়। সে দুর্বল হয়ে যাবে, রক্ত নিতে নিতে দেখা যাবে শরীরের রং কালো হয়ে যাবে। তার জীবনটি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে অনেক ঝুঁকির মধ্যে পড়ে যায়।