চোখের ছানির অস্ত্রোপচার কীভাবে হয়?
চোখের ছানির চিকিৎসায় অস্ত্রোপচার করতে হয়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৩৩তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. হাফিজুর রহমান। বর্তমানে তিনি ভিশন আই হাসপাতালের ফ্যাকো ও রেটিনা সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ছানি রোগের যে অস্ত্রোপচার তার ধরনটি কেমন? এর জন্য কি রোগীর ভর্তি হওয়ার দরকার হয়? বা হাসপাতালে থাকার প্রয়োজন হয়? এখানে কি অজ্ঞান করার প্রয়োজন হয়? কীভাবে করেন?
উত্তর : আপনি জেনে খুশি হবেন, আমাদের দেশ চোখের সার্জারির ক্ষেত্রে বিশ্বের অন্যান্য যেকোনো দেশের তুলনায় পিছিয়ে নেই। আমরা যথেষ্ট এগিয়ে আছি। এখন আমাদের দেশে চোখের কোনো রোগীকে ছানি অস্ত্রোপচারের জন্য ভর্তি হতে হয় না। মাত্র ১০ বা ১৫ মিনিটে আমরা চোখের অস্ত্রোপচার করে দিচ্ছি। ডে কেয়ার কেস হিসেবে করে দিচ্ছি। চোখে কোনো ইনজেকশন পর্যন্ত দিতে হয় না। অস্ত্রোপচারের সময় ব্যথাও পায় না। সে হিসেবে সবচেয়ে নিরাপদ ও সহনশীল অস্ত্রোপচার হলো চোখের ছানির অস্ত্রোপচার।
প্রশ্ন : ছানি অস্ত্রোপচার আগে কীভাবে হতো? এখন আধুনিক পদ্ধতি কী?
উত্তর : আগে আমাদের চোখের যে কর্নিয়া আছে, কালো যে অংশটি আপনারা দেখেন, সেই কালো অংশটি কেটে লেন্সকে নিয়ে আসা হতো। কিন্তু এখন আমরা ফ্যাকো সার্জারি বা ফ্যাকো ইমালসিফিকেশন করি। এখানে চোখের ভেতর লেন্সকে গলিয়ে আমরা মেশিন দিয়ে নিয়ে এসে, একটি সমপরিমাণ পাওয়ারের ফোল্ডেবল লেন্স ঢুকিয়ে দিই। এতে তার আগের যে দৃষ্টি ছিল সেই দৃষ্টিই চোখে থাকে।
আর চোখের ছানি যদি বেশি পেকে যায়, তাহলে চোখের লেন্সকে গলাতে পারি না। তখন আমরা এসআইসিএস করি। কেটে আমরা অস্ত্রোপচার করি। খুব বেশি কাটতে হয় না, তবে আমরা যেটি মনে করি চোখের ছানি যেটি হয়ে থাকে, প্রাথমিক পর্যায়ে অস্ত্রোপচার করলে মেশিনের মাধ্যমে মাত্র ১০ মিনিটেই, ছানি অস্ত্রোপচার আমরা করে ফেলি। এতে রোগী ভালো দেখে।